Bomb Blast: চিকিৎসালয়ের সামনে খেলছিল ৬ বছরের বান্টি, বল ভেবে হাতে নিয়ে বিকট শব্দে ফাটল সেটা
Malda: স্থানীয় সূত্রে খবর, আহত শিশুর নাম বান্টি কুমার মাহাত। মালদহের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। জানা যাচ্ছে, বান্টি সংশ্লিষ্ট এলাকার একটি চিকিৎসালয়ের বারান্দায় খেলা করছিল। সেই সময় বল ভেবে তা নিয়ে খেলতে যেতেই ফেটে যায় বোমা।
মালদহ: আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বিভিন্ন সময়ে দেখা যায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে প্রাণ হারায় শিশুরা। কখনও বা গুরুতর আহত হয় তারা। এবারও ফের সেই ঘটনা। মালদহ শহরে বোমা বিস্ফোরণ। গুরুতর আহত বছর ছ’য়ের এক শিশু। তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আহত শিশুর নাম বান্টি কুমার মাহাত। মালদহের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। জানা যাচ্ছে, বান্টি সংশ্লিষ্ট এলাকার একটি চিকিৎসালয়ের বারান্দায় খেলা করছিল। সেই সময় বল ভেবে তা নিয়ে খেলতে যেতেই ফেটে যায় বোমা।
ভয়ঙ্কর আওয়াজে ছুটে আসেন এলাকাবাসী। তাঁরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকার বাসিন্দা প্রোমোদ রায় বলেন, “বাচ্চা বল নিয়ে খেলছিল। তারপর হঠাৎ করেই বোমা ফাটার শব্দ শুনতে পাই। দৌড়ে চলে আসি। দেখি বাচ্চাটা শুয়ে পড়েছে মাটিতে। কাঁদছে। ওর পায়ে-হাতে আর মাথায় লেগেছে। আতঙ্কে আছি আমরা। আজ বাচ্চাটার হয়েছে। কাল আমাদের সঙ্গেও হতে পারে।”