TMC Leader: জায়গা দখল নিয়ে তৃণমূল নেতার ছেলের ‘দাদাগিরি’, প্রতিবাদে সরব রতুয়াবাসী

Malda: ৯০ বছরের পুরোনো ওই জায়গা। সেখানেই দীর্ঘদিন ধরে বাজার বসে আসছে।

TMC Leader: জায়গা দখল নিয়ে তৃণমূল নেতার ছেলের 'দাদাগিরি', প্রতিবাদে সরব রতুয়াবাসী
বিক্ষোভে সামিল গোটা গ্রাম (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 2:22 PM

মালদা: সরকারি জমি দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। যার জেরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

মালদা রতুয়া এলাকা। সেখানে দলীয় ক্ষমতার অপব্যবহার করে রতুয়া দৈনিক হাটখোলা বাজারের নয় শতক জায়গা দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সির ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছেন গোটা রতুয়াবাসি। সোমবার সকাল থেকেই এই মর্মে রতুয়া হাই মাদ্রাসার সামনে মালদা হরিশচন্দ্র পুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীরা। প্রত্যেকের অভিযোগ, প্রায় নব্বই বছর ধরে এই বাজার বসে আসছে। কিন্তু বাজারের কিছু অংশ হঠাৎ করে দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করতে চাইছে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সির ছেলে বাবু বক্সি। পুলিশ প্রশাসন এমনকী দলীয়ভাবেও ব্যাপারটি জানানো হয়েছে। প্রতিকার না হওয়ায় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। অন্যদিকে এই বিষয়ে জেলা সভাপতির ছেলে বাবু বক্সি কোন মন্তব্য করতে চাননি।

এদিকে, বড়দিন অর্থাৎ ২৫ তারিখও রাস্তা সারানো নিয়ে তৃণমূল নেতাদের ‘দাদাগিরি’ নজরে আসে। মালদার (Malda) দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করায় গ্রামবাসীরা প্রতিবাদ করেছিলেন। যেখানে রাস্তা তৈরির নামে চলছিল মোটা টাকার দুর্নীতি। সেই রাস্তার কাজ পেয়েছেন আবার প্রধানের ভাইপো। এবার প্রতিবাদ করতেই গ্রামবাসীদের দিকে লাঠি নিয়ে ছুটে এলেন তৃণমূল ওই নেতা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মারমুখী প্রধান মোবারক হোসেনকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিন্দায় সরব হয়েছিল তৃণমূল। অন্যদিকে, এই ঘটনায় আহত হয়েছেন বৃদ্ধ সহ বেশ কয়েকজন।

যদিও সেই সময় সম্পূর্ণ ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল প্রধান বলেন, “গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজে বাধা দিচ্ছিল। সামনে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন। আমরা এলাকায় যেতেই আমাদের ঢিল মারতে শুরু করেন তাঁরা। নিজেদের বাঁচাতেই ধাক্কা-ধাক্কা হয়।” এদিকে, ওই বয়স্ক ব্যক্তি বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছিল। প্রতিবাদ করেছিলাম।”

আরও পড়ুন: Mischief Attack: ক্রমশ বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম, ছিনতাইয়ে বাধা পেতেই মহিলাকে পিটিয়ে খুন

আরও পড়ুন: BJP MLA Whatsapp Group Left: বিজেপিতে Whatsapp বিক্ষোভ! কারণ তলিয়ে বললেন শীর্ষ নেতৃত্ব

আরও পড়ুন: Khardha Murder Update: কী কারণে একই কায়দায় দু’জনকে খুন করে গঙ্গার পাকে পুঁতেছিল সে? জেরায় জানাল বছর কুড়ির যুবক