Adhir Chowdhury: ‘মুর্শিদাবাদ-মালদহে মুসলিম জনগোষ্ঠী বেশি, নতুন করে আবিষ্কারের কিছু নেই’, BJP-র গৌরীশঙ্করকে ইতিহাস বোঝালেন অধীর
Adhir Chowdhury: বিজেপি বিধায়ক গৌরী শঙ্করের বক্তব্য ছিল, মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশ ঘটছে। যার জেরে বিঘ্নিত হতে পারে দেশের নিরাপত্তা। যে শক্তি ভারতকে আবারও ভাঙতে চায়, বাংলাদেশ থেকে তারা মুর্শিদাবাদ মালদা হয়ে ভারতে প্রবেশ করছে।
মুর্শিদাবাদ: প্রথমে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপর মুর্শিদাবাদ জেলার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। উভয়ের দাবি মালদা-মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। শুধু তাই নয়, একধাপ এগিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠিও দিয়েছিলেন তিনি। এবার মালদহ-মুর্শিদাবাদের এই ভাগ নিয়ে সরব হলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পরিষ্কার বললেন, “কে ব্যক্তিগতভাবে পার্লামেন্টে কী বলল, বাজারে কী বলল তা আমাদের সমর্থন করতে হবে এটা কেমন কথা?” এরপর পাশাপাশি জেলার ইতিহাস তুলেও ব্যাখ্যা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
বিজেপি বিধায়ক গৌরী শঙ্করের বক্তব্য ছিল, মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশ ঘটছে। যার জেরে বিঘ্নিত হতে পারে দেশের নিরাপত্তা। যে শক্তি ভারতকে আবারও ভাঙতে চায়, বাংলাদেশ থেকে তারা মুর্শিদাবাদ মালদা হয়ে ভারতে প্রবেশ করছে। সারা দেশে ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন দলদাসের মতো কাজ করে। দেশের নিরাপত্তার স্বার্থেই তিনি কেন্দ্রশাসিত অঞ্চল চেয়েছেন বলে দাবি তাঁর।
তবে কংগ্রেস নেতা অধীরের কথায় বলেছেন, “মুর্শিদাবাদে আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে মুসলিম সম্প্রদায়ের লোকজনের সংখ্যা বেশি। সেই কারণে এই জেলা দু’দিন পরে স্বাধীন হয়েছে। কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। মুর্শিদাবাদে-মালদহে মুসলিম জনগোষ্ঠী সেখানে সারা জীবন ধরে বেশি। নতুন করে আবিষ্কারের কিছু নেই। এগুলো কে বলছে কেন বলছে জানি না। সমর্থনের কিছু নেই।”