Husband kills wife: আত্মহত্যার চেষ্টা স্বামীর, বাঁচাতে গিয়ে খুন হলেন মহিলা
Husband kills wife: মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক প্রৌঢ়। তাতে বাধা দেন তাঁর স্ত্রী ফাতেমা বিবি। তখন দু'জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শারাফতের হাতে দাড়ি কাটার ক্ষুর ছিল। ধস্তাধস্তির সময় সেই ক্ষুরে শারাফতের হাত কেটে যায়।
বহরমপুর: অভাবের সংসার। অনটনের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক প্রৌঢ়। তাঁকে বাঁচাতে যান তাঁর স্ত্রী। আর স্বামীকে বাঁচাতে গিয়েই মৃত্যু হল স্ত্রীর। রাগে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। মৃতের নাম ফাতেমা বিবি(৫৫)। জখম হয়েছেন ওই প্রৌঢ়ও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাটি বহরমপুরের।
বহরমপুরের খাগড়া বড় মুড়ির ধারে বাড়ি ফাতেমা বিবি। তাঁর স্বামী শারাফত হোসেন মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাতে বাধা দেন ফাতেমা বিবি। তখন দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শারাফতের হাতে দাড়ি কাটার ক্ষুর ছিল। ধস্তাধস্তির সময় সেই ক্ষুরে শারাফতের হাত কেটে যায়। তখন রাগে স্ত্রীকে কুপিয়ে শারাফত খুন করেন বলে অভিযোগ। জখম হন শারাফতও।
দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়। হাসপাতালে ফাতেমাকে মৃত ঘোষণা করা হয়। শারাফত হোসেনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, সংসারে অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। অনটনের জেরেই প্রৌঢ় আত্মহত্যার চেষ্টা করেন বলে মনে করছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।