Migrant Worker Death: চার তলা থেকে পড়ে শেষ, দিল্লিতে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের
Migrant workers Death: সফিকুলের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকায়। সোমবার সকালে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ানের দুই নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর থেকে রাজমিস্ত্রি কাজ করতে দিল্লির গুজ্জাররোড সাইদরা এলাকায় যান সফিকুল নামে ওই যুবক।
সামশেরগঞ্জ: আবারও ভিন রাজ্যের এক শ্রমিকের মৃত্যু। দিল্লিতে কাজে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। জানা গিয়েছে, মাস চারেক আগেই বাড়ি থেকে দিল্লিতে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। সেখানে গিয়ে ছাদ থেকে পড়ছে মৃত্যু হয় ওই যুবকের। মৃত শ্রমিকের নাম সফিকুল শেখ (১৮)।
সফিকুলের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকায়। সোমবার সকালে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ানের দুই নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর থেকে রাজমিস্ত্রি কাজ করতে দিল্লির গুজ্জাররোড সাইদরা এলাকায় যান সফিকুল নামে ওই যুবক। আগামী ১৫ তারিখ বাড়ি ফেরার কথা ছিলো তাঁর।
পরিবারের সদস্যদের বক্তব্য,রবিবার রাত্রিবেলা হঠাৎ খবর আসে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সফিকুলের। তবে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই দেহ বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। সরকারের কাছে সাহায্যের আশা করেছেন পরিবারের লোকজন। মৃতের পরিবারের দাবি, “চার মাস হয়েছে কাজে গিয়েছিল। পরে শুনি চার তথা থেকে পড়ে যায়। তারপরই মৃত্যু হয়েছে।”