Murshidabad Arms Recovered: জারি অভিযান, মুর্শিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-বোমা

Murshidabad Arms Recovered: ৩ ধৃত ব্যাক্তিদের নাম গোলাপ সেখ, রোফজুল সেখ ও মফিজুদ্দিন সেখ। তারা প্রত্যেকে সামশেরগঞ্জের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের তিন পাকুড়িয়া পঞ্চায়েতের বাবুপুর এলাকা থেকে গোলাপ সেখ ও রোফজুল সেখকে গ্রেফতার করা হয়েছে।

Murshidabad Arms Recovered: জারি অভিযান, মুর্শিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-বোমা
অস্ত্র উদ্ধার (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2022 | 1:08 PM

মুর্শিদাবাদ: পুলিশি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদের দুটি পৃথক জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ২৩ পিস বোমা উদ্ধার করেছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং ১ পিস কার্তুজ-সহ ১৮ পিস বোমা উদ্ধার করে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ৩ ধৃত ব্যাক্তিদের নাম গোলাপ সেখ, রোফজুল সেখ ও মফিজুদ্দিন সেখ। তারা প্রত্যেকে সামশেরগঞ্জের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের তিন পাকুড়িয়া পঞ্চায়েতের বাবুপুর এলাকা থেকে গোলাপ সেখ ও রোফজুল সেখকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, বড়ঞা থানার পুলিশ সুন্দরপুর গ্রামের একটি রাস্তার ধারে জারে ভর্তি তাজা বোমা উদ্ধার করে। তবে কে বা কারা রেখেছে তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। সেই কারণে পুলিশের সব শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।  রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য। রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে, সেই তল্লাশি চালানো হবে। যে সব থানায় এই সব অভিযোগ বেশি আসে, সেই থানাগুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে পুলিশ কর্তাদের। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের অস্ত্র ভাণ্ডার নিয়ে মুখ্য়মন্ত্রীকে বিঁধেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, “ভাঙড়ের সময়ে বলেছিলেন না, ওরা হচ্ছে আমাদের দলের সম্পদ। যে সকাল পর্যন্ত দলের সম্পদ ছিল, সে আপদ হল কী করে? বাংলায় কীভাবে এত অস্ত্র আসছে? তৃণমূল নেতা খুন হলেই ধামাচাপা দেওয়ার চেষ্টা। ”

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্যেও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।

রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

আরও পড়ুন: Fake Call Center: টানা আট ঘণ্টার ‘শিফটিং আওয়ার্স’, এক্কেবারে কর্পোরেট হাউজ! সেখান থেকেই গ্রেফতার ১৪

আরও পড়ুন: ‘আমার হাত কে বাঁধে, আমিও দেখব’, SSC-মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতির