Murder : জমি নিয়ে বিবাদের জেরে অশান্তি, ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে

Murder : ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Murder : জমি নিয়ে বিবাদের জেরে অশান্তি, ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 1:02 PM

মুর্শিদাবাদ: দাদুর পাঁচ বিঘা জমি হাতানোর চেষ্টা করছিল নাতি। শেষে সম্পত্তি নিজের নামে করতে দাদুকে খুন (Murder) করে দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল নাতির বিরুদ্ধে। কয়েক সপ্তাহ আগে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপাড়া এলাকায়। এবার জমি সংক্রান্ত বিবাদের জেরে কাকার বিরুদ্ধে ভাইপোকে খুন করার অভিযোগ উঠল। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙ্গা থানার অন্তর্গত দেবকুন্ডু গ্ৰামে। 

মৃতের নাম মাসুদ আলম (২০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে থেকে কাকার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল মাসুদের। সোমবার সন্ধ্যায় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় গোটা এলাকায়। কাকার হাতে মার খেয়ে শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পান মাসুদ। মাসুদের পাশাপাশি তাঁর বাবার গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে তাঁর কাকার বিরুদ্ধে। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় মাসুদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ। 

ইতিমধ্যেই মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার সন্ধ্যা থেকেই পলাতক অভিযুক্ত কাকা। ঘটনা প্রসঙ্গে মৃতের মা বলেন, “আমার মেজ ভাসুর ২০০০ সালে একটা জমি লিখে দিয়েছিল। যা নিয়েই ঝামেলার সূত্রপাত। কাল এই নিয়ে ঝগড়া হতে হতে আমার ছেলের গায়ে হাত তোলে। লাঠি দিয়ে মারে। আমাকেও মেরেছিল মাথায়। আমার ছেলে কাবাডি খেলায় খুব ভাল ছিল। চারবার ন্যাশনাল খেলে এসেছে।”