Narendra Modi in Bengal: বাংলায় এবার ৪২-এ ৪২ চান মোদী, বাংলায় এসে বললেন এনডিএ-র লক্ষ্যমাত্রাও

Narendra Modi in Bengal: এদিন সন্দেশখালি থেকে দুর্নীতি-একাধিক ইস্যুতে সরব হন মোদী। এরপর বলেন, "এই লোকসভা নির্বাচন থেকেই শুরু করতে হবে। করবেন তো? বাংলার বিকাশ হবে। তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২ -এর ৪২ সিটেই পদ্ম ফোটাতে হবে।"

Narendra Modi in Bengal: বাংলায় এবার ৪২-এ ৪২ চান মোদী, বাংলায় এসে বললেন এনডিএ-র লক্ষ্যমাত্রাও
কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 5:47 PM

কৃষ্ণনগর: তৃণমূল বাংলার মানুষের ওপর অত্যাচার করছে, এই অভিযোগ তুলে বারবার বদলের কথা বলছে বিজেপি। নরেন্দ্র মোদীর সভা থেকেও সেই বার্তা দেওয়া হয়েছে। শুক্রবার আরামবাগের পর আজ শনিবার কৃষ্ণনগরে জনসভায় যোগ দেন মোদী। লোকসভা নির্বাচনে যাতে মানুষ বিজেপিকেই সমর্থন করেন, সেই বার্তা দেওয়া হয় বঙ্গ শিবিরের তরফে। তবে নিছক সমর্থনের আবেদন নয়, একেবারে সংখ্যা উল্লেখ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন নরেন্দ্র মোদী। বঙ্গ শিবিরকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।

বাংলায় লোকসভা আসনের সংখ্যা ৪২টি। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে মোট ১৮টি আসন পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যাটা আরও বাড়ানোর কথা বারবার বলেছে বিজেপি। এর আগে পদ্ম শিবিরের অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ রাজ্যে এসে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন। তবে মোদীর আশা, আরও বেশি আসন আসবে গেরুয়া শিবিরে। একটি আসনও যাতে হাতছাড়া না হয়, শনিবার সেটাই বুঝিয়ে দিলেন বিজেপি কর্মীদের। সবকটি আসনে সমানভাবে ঝাঁপানোর কথা বলেছেন তিনি।

এদিন সন্দেশখালি থেকে দুর্নীতি-একাধিক ইস্যুতে সরব হন মোদী। এরপর বলেন, “এই লোকসভা নির্বাচন থেকেই শুরু করতে হবে। করবেন তো? বাংলার বিকাশ হবে। তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২ -এর ৪২ সিটেই পদ্ম ফোটাতে হবে।” সেই সঙ্গে এনডিএ জোটের লক্ষ্যমাত্রাও এদিন বুঝিয়ে দেন তিনি। বলেন, এবার এনডিএ সরকার ৪০০ পার।