Nadia Suicide: মোবাইলে গেম খেলায় আসক্তি, মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী কিশোর
Nadia Suicide: জানা গিয়েছে, শান্তিপুর থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা সতীশ ওড়াং-এর একমাত্র ছেলে সুশান্ত। বর্তমানে সে নবম শ্রেণিতে পড়ত।
নদিয়া: মোবাইলে আসক্তি, টাকা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া। মা বকাবকি করাই হল কাল। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী চোদ্দো বছরের কিশোর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা মাঠপাড়া এলাকার। কিশোরের নাম সুশান্ত ওড়াং।
জানা গিয়েছে, শান্তিপুর থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা সতীশ ওড়াং-এর একমাত্র ছেলে সুশান্ত। বর্তমানে সে নবম শ্রেণিতে পড়ত। পরিবারের সদস্যরা জানাচ্ছেন ছোট থেকেই মোবাইলে গেম খেলার নেশা ছিল তার। সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। বাড়ি থেকে এর আগেও একাধিকবার সেই কারণে বকাবকি করেছে তাকে।
শুক্রবার সকালেও এই নিয়ে আবারও পরিবারে অশান্তি হয়। সাত সকালে মোবাইল দেখার কারণে পরিবারের তরফে থেকে বকাবকি করলে সে হঠাৎ গামছা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ বাড়িতে না আসার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বাড়ির পাশেই একটি আম বাগানে গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছিল ওই কিশোরটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবারই কিশোরের দেহের ময়নাতদন্ত হবে। দেহটি রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, ছেলের পড়াশোনায় মন ছিল না। বেশিরভাগ সময়েই মোবাইলে গেম খেলাতেই ব্যস্ত থাকত সে। এই নিয়ে বাবা-মা বকলেই রেগে যেত সে। মূলত মোবাইলের আসক্তির কারণেই এই ঘটনা বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন।