বিজেপি কর্মীদের ওপর বেপরোয়া ‘লাঠিচার্জ’, রণক্ষেত্র খড়দা থানা চত্বর, নামল র্যাফ
অভিযোগ, মাটিতে ফেলে বিজেপি কর্মীদের পেটান হয়।
উত্তর ২৪ পরগনা: বিজেপি কর্মীদের ওপর বেপরোয়া ‘লাঠিচার্জ’। ঘটনাকে ঘিরে উত্তপ্ত খড়দা (Khardha) থানা চত্বর। ঘটনাস্থলে বারাকপুর পুলিস কমিশনার মনোজ ভর্মা। ঘটনাস্থলে র্যাফ, কমব্যাট ফোর্স। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বারাকপুর বিএন বোস হাসপাতালে।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বিজেপির যুব মোর্চার সম্পাদক বুলেট রায়কে গ্রেফতার করে পুলিস। তাঁর মুক্তির দাবিতে দুপুর থেকেই খড়দা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। পুলিস প্রথমে তাঁদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। বিক্ষোভ না উঠলে ১৫০ জন কর্মী সমর্থককে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন: উল্টে দুমড়ে গেল শ্মশানযাত্রীদের গাড়ি, এজেসি বোস উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা
এসবের মাঝেই আরও তিনশো কর্মী সমর্থক খড়দা থানার বাইরে জমা হয়ে যায়। পরিস্থিতি এরপরই উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির সভা মঞ্চে চলে গুলি বোমা। ৬ জন মহিলার মাথা ফেটে যায়। বিজেপি কর্মী সমর্থকদের হঠাতে পুলিস লাঠিচার্জ শুরু করে। প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরাও। অভিযোগ, মাটিতে ফেলে বিজেপি কর্মীদের পেটান হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে খড়দা থানা চত্বর।