CPIM: CPM ছেড়ে সকালে TMC, দুপুরে ফের CPM-এ ভিড়ল সফিকুল
TMC: শনিবার সকালে উত্তর ২৪ পরগনার আমডাঙায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন সফিকুল মণ্ডল সহ ৩০টি পরিবার। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই এরা সকলে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। যদিও, দলবদলুরা কেউই প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
আমডাঙা: কী করবেন বোধহয় ঠিক বুঝতে পারছেন না পঞ্চায়েত ভোটে জয়ী সিপিআইএম প্রার্থী সফিকুল মণ্ডল। নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কার্যত দোটানায় তিনি। সকালবেলাই খবর এসেছিল সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সফিকুল। দুপুর গড়াতে না গড়াতে ফের তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান করলেন তিনি।
শনিবার সকালে উত্তর ২৪ পরগনার আমডাঙায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন সফিকুল মণ্ডল সহ ৩০টি পরিবার। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই এরা সকলে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। যদিও, দলবদলুরা কেউই প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এ প্রসঙ্গে সিপিএম-এর আমডাঙা এরিয়া কমিটির সম্পাদক সাহারাব মণ্ডলের দাবি, ভোটের মুখে তৃণমূলের টান ধরেছে বলে এসব করছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। যিনি তৃণমূলের গিয়েছেন তাঁকে জিজ্ঞাসা করুন।”
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে মরিচা পঞ্চায়েত তৃণমূলের হাত ছাড়া হয়। বিজেপি ও সিপিএম-এর যৌথ সমর্থনে পঞ্চায়েত বিজেপি-র দখলে চলে যায়। এবারে কি তাহলে মরিচা পঞ্চায়েত তৃণমূলের দখলের দিকে এগোচ্ছে জল্পনা তুঙ্গে? তবে তৃণমূলের সেই অঙ্কে ফের জল ঢাললেন সফিকুল। এ দিন দুপুরে ফের যোগদান করার পর সফিকুল বলেন, “সিপিএম আছি। সিপিএম করব। সিপিএম-এর মেম্বার। সিপিএমই থাকব।”