BSF: পাচারের আগে ফের সীমান্ত থেকে উদ্ধার গয়না, ফের সক্রিয় পাচারকারি
BSF: সেই ব্যাগটিতে তল্লাশি চালাতেই ভিতর থেকে ২০ কিলো ৪০০ গ্রাম রূপার গয়না উদ্ধার হয়। এর পিছনে একটা বড় চক্র সক্রিয় বলে বিএসএফ নিশ্চিত।
বসিরহাট: পাচারের আগে ফের সীমান্ত থেকে উদ্ধার গয়না। বাংলাদেশে পাচার করার আগেই বিএসএফকে দেখে গয়না ফেলে পালিয়ে যায় পাচারকারিরা। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা।
জানা গিয়েছে, সীমান্তের সোনাই নদীর ঘাট থেকে পাচার হওয়ার আগের মুহূর্তে ২০ কিলো ৪০০ গ্রাম রূপোর গয়না উদ্ধার করল ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী। যার বাজারমূল্য ১২ লক্ষ টাকা। শুক্রবার সকালে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় সোনাই নদীর ঘাটে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন।
সেই ব্যাগটিতে তল্লাশি চালাতেই ভিতর থেকে ২০ কিলো ৪০০ গ্রাম রূপার গয়না উদ্ধার হয়। এর পিছনে একটা বড় চক্র সক্রিয় বলে বিএসএফ নিশ্চিত। তদন্ত শুরু করেছে বিএসএফ। উদ্ধার হওয়ার রূপোর গয়না গুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ।
প্রসঙ্গত, গত ২৮ অগস্ট বাইকের টিউবের মধ্যে থেকে প্রায় ৫ কিলো ২২০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। সেদিন বাইকটি নিয়ে আসাদুল নামে এক যুবক তারালি সীমান্তের দিকে যাচ্ছিল। ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে পড়ে বিষয়টা। তাঁরা বাইক থামিয়ে তল্লাশি শুরু করেন। আপাত দৃষ্টিতে কিছুই বাইরে থেকে বোঝা যায়নি। পরে বাইকের চাকার টিউব খুলতেই পর্দাফাঁস। ৫ কিলো ২২০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। আসাদুলের বাড়ি স্বরূপনগরের আমুদিয়া খলসি গ্রামে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আসাদুলের কাছ থেকেও বেশ কিছু তথ্য় উঠে এসেছে। সীমান্তে গত কয়েক মাসে পাচারকারিরা আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। নজরদারি বাড়িয়েছে বিএসএফ।