Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বেরিয়ে এসে দেখি ছেলের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থায় ছুটছিল, মাঝ রাস্তায় পড়ে গেল…’

Kamarhati: এই প্রসঙ্গে ক্লাব সেক্রেটারি বিপ্লব দাস বলেন, "আমাদের ক্লাবে নতুন কমিটি তৈরি হয়েছে। সেটাই মেনে নিতে পারছে না একটা দল।

'বেরিয়ে এসে দেখি ছেলের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থায় ছুটছিল, মাঝ রাস্তায় পড়ে গেল...'
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 11:08 AM

উত্তর ২৪ পরগনা: ক্লাব দখলকে কেন্দ্র করে ফের উত্তেজনা কামারহাটিতে। ফের লাঠি, লোহার রড নিয়ে হামলা। মাথায় গুরুতর চোট লাগে এক যুবকের। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির ২৮ নম্বর ওয়ার্ডের শালপাতা বাগান এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালপাতা বাগানে একটি ক্লাব দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ছেলেদের মধ্যে বচসা দীর্ঘদিনের। মাঝেমধ্যেই তা মাথাচাড়া দিয়ে ওঠে। মঙ্গলবার রাতেও তাই হয়। কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শালপাতা বাগানে ক্লাব দখল নিয়ে সংঘর্ষ একই পাড়ার ছেলেদের মধ্যে। প্রথমে মারামারি হয়। লাঠি নিয়ে তেড়ে আসে একদল। অপরও পক্ষও প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

যে ক্লাবকে ঘিরে সমস্যার সূত্রপাত, সেখানেই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রাতে উত্তেজনা ছড়ায় শালপাতা বাগান অঞ্চলে। স্থানীয় বাসিন্দাদের মুখে উঠে আসছে ভ্যাবল নামে এলাকার এক যুবকের নাম।

অভিযোগ, দীর্ঘদিন ধরে ভ্যাবলের দলবল নেশা করে পাড়ার মধ্যে ঝুট-ঝামেলা এবং দাদাগিরি চালাত। উজ্জ্বল ভট্টাচার্য নামে স্থানীয় এক যুবক তাঁর প্রতিবাদ করেন। তাঁর ওপরই সব আক্রোশ গিয়ে পড়ে। মঙ্গলবার রাতে রাস্তা দিয়ে ফিরছিলেন উজ্জ্বল। অভিযোগ, আচমকাই তাঁর ওপর হামলা চালানো হয়।

লোহার রড নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। রাস্তাতেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা গুরুতর। ক্লাবের সম্পাদক এবং সভাপতির অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্লাবটি বন্ধ ছিল। সেই ক্লাবটিকে পরিষ্কার করে আবার নতুন করে শুরু করা চেষ্টা করা হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, সেটাতেই আপত্তি ছিল ভ্যাবলের। এলাকায় ভ্যাবলের নামে দুর্নাম রয়েছে। নানান দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দলবল নিয়ে ক্লাবের ভিতরে তাঁরা নেশাভান করতেন। তাই উন্নয়নমূলক কাজে ক্লাবকে ব্যবহার করতে বাধা দিচ্ছিলেন তিনি। ভ্যাবলের দলবলের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েছিলেন উজ্জ্বল। আর তার জেরেই এই হামলা।

এই প্রসঙ্গে ক্লাব সেক্রেটারি বিপ্লব দাস বলেন, “আমাদের ক্লাবে নতুন কমিটি তৈরি হয়েছে। সেটাই মেনে নিতে পারছে না একটা দল। পাড়ায় একটা ক্রিমিন্যাল আছে, নাম হচ্ছে ভ্যাবল। ওদের দলের লোকের কাজ মেনে নিতে পারেনি উজ্জ্বল। তাতেই উজ্জ্বলের ওপর হামলা চালায় ভ্যাবলের দল। রাস্তায় মেরেছে, ক্লাবের সামনে এসেছে মেরেছে। উজ্জ্বল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা ভাল নয়। মাথায় সিটি স্ক্যান হবে।”

উজ্জ্বলের মা বলেন, “আমি রুটি করছিলাম। চিত্কার শুনে বেরিয়ে এসে দেখি আমার ছেলের মুখে রক্ত। রক্ত মুখেই দৌঁড়চ্ছে, আর বলছে মা ওরা আমাকে মেরেছে। আমিও ওর পিছনেই ছুটি। মাঝরাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল ও। তখনও ভ্যাবলের ছেলেপিলে তেড়ে আসছিল।”

উজ্জ্বলের মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। প্রায় প্রত্যেকেই ভ্যাবলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, হামলার অভিযোগ নথিভুক্ত হয়েছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও পড়ুন: ‘স্যার আমাকে ফোন করতে বলতেন’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও সেই ঘটনা…

হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের