Sandeshkhali: এবার CBI স্ক্যানারে এই মাছ ব্যবসায়ী, এখানেও জড়িয়ে শাহজাহানের সুতোর গিঁট

Sheikh Sahajahan: ৫ জানুয়ারি ইডির উপর হামলার নেপথ্যে কী ছিল, সেই রহস্য উদ্ঘাটনে আসরে নেমেছে সিবিআই। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার মিনাখাঁর এক ইটভাটায় হানা দিয়েছে সিবিআইয়ের তদন্তকারী দল। ইডির উপর সেদিনের হামলার ঘটনায় এই ইটভাটারই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের একটি টিম হানা দিয়েছে শাহজাহান-ঘনিষ্ঠ এক মাছ ব্যবসায়ীর বাড়িতেও।

Sandeshkhali: এবার CBI স্ক্যানারে এই মাছ ব্যবসায়ী, এখানেও জড়িয়ে শাহজাহানের সুতোর গিঁট
শেখ শাহজাহানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 4:56 PM

মিনাখাঁ: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের সুতো কোথায় কোথায় গিঁট জড়িয়ে রয়েছে, সেই সন্ধানে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৫ জানুয়ারি ইডির উপর হামলার নেপথ্যে কী ছিল, সেই রহস্য উদ্ঘাটনে আসরে নেমেছে সিবিআই। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার মিনাখাঁর এক ইটভাটায় হানা দিয়েছে সিবিআইয়ের তদন্তকারী দল। ইডির উপর সেদিনের হামলার ঘটনায় এই ইটভাটারই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের একটি টিম হানা দিয়েছে শাহজাহান-ঘনিষ্ঠ এক মাছ ব্যবসায়ীর বাড়িতেও। ওই মাছ ব্যবসায়ীর নাম আলি হোসেন ঘরামি। সূত্রের খবর, ইডির উপর হামলার ঘটনার তদন্তে নেমে সিবিআই-এর আতসকাঁচের তলায় রয়েছেন এই ব্যক্তিও।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইডির তদন্তকারী অফিসারদের একটি টিম গিয়েছিল সন্দেশখালির সরবেড়িয়ায়। রেশন দুর্নীতির অভিযোগের তদন্তে। গন্তব্য ছিল, সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়ি। সেদিন শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি ইডি। তার আগেই এক তীব্র জনরোষের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। শাহজাহানের বাড়িতে ইডির টিম ঢোকার চেষ্টা করতেই রে রে করে তেড়ে এসেছিল একদল উন্মত্ত জনতা। আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। মাথা ফেটেছিল। রক্ত ঝরেছিল। সেদিন থেকেই এলাকা থেকে বেপাত্তা ছিল শেখ শাহজাহান। দীর্ঘদিন অধরা থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ এবং তারও পরে ইডির উপর হামলার ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

সেই ঘটনার তদন্তে নেমেই একের পর এক তথ্য উঠে আসেছে সিবিআই-এর তদন্তকারী দলের হাতে। ৫ জানুয়ারির হামলার ঘটনায় কারা যুক্ত ছিল? সেদিন থেকে কোথায় কোথায় গা ঢাকা দিয়েছিল শাহজাহান? কারাই বা তাকে সাহায্য করেছিল গা ঢাকা দিতে? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আসরে নেমেছে সিবিআই-এর টিম।