Sheikh Shajahan: শেখ শাহাজাহানের গ্রেফতারি নিয়েই উঠে গেল বড় প্রশ্ন! যত বিতর্ক এই ভিডিয়ো ফুটেজেই
Sheikh Shajahan: নিয়ম অনুযায়ী, পুলিশ লক আপ থেকে এজলাসে যখন অপরাধীকে নিয়ে যাওয়া হয়, তখন, অপরাধীর হাতে হ্যান্ড কাফস অথবা দড়ি পরানো যাবে না। তবে পুলিশ অভিযুক্তের হাত ধরে রাখবে। অভিযুক্ত পুলিশের বাঁ পাশে থাকবে।
সন্দেশখালি: বুক চিতিয়ে শাহাজাহান হেঁটে চলেছেন আর পিছনে পুলিশ। হাতে নেই হ্যান্ড কাফসও! একজনের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। পুলিশের সামনে দিয়ে দৃশ্যত গট গট করে হেঁটে এজলাসে ঢুকলেন শেখ শাহাজাহান। শেখ শাহাজাহানকে গ্রেফতার করা হয়েছে, নাকি সমঝোতা? প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহাজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এর আগে অবশ্য সংবাদমাধ্যমের সামনে একাধিকবার সন্দেশখালির মহিলারা বলেছেন, ‘শাহজাহান তো পুলিশি নিরাপত্তাতেই রয়েছেন।’ গ্রেফতারির পর শাহজাহানের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ কি সেটারই জানান দিল?
শুভেন্দু অধিকারী বলেন, “এই ছবিটা দেখুন। শাহাজাহানকে পুলিশ গ্রেফতার করেছে নাকি পুলিশকে শাহাজাহান? হাতে হ্যান্ড কাফস নেই। পুলিশ হাতও ধরে নেই। শাহজাহান শেখ একজন ছোট দাউদ।”
নিয়ম অনুযায়ী, পুলিশ লক আপ থেকে এজলাসে যখন অপরাধীকে নিয়ে যাওয়া হয়, তখন, অপরাধীর হাতে হ্যান্ড কাফস অথবা দড়ি পরানো যাবে না। তবে পুলিশ অভিযুক্তের হাত ধরে রাখবে। অভিযুক্ত পুলিশের বাঁ পাশে থাকবে। কিন্তু গ্রেফতারির পর শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে যে মেজাজে দেখা গেল, তা নিয়েই উঠে গেল একাধিক প্রশ্ন। পুলিশের আগে একেবারে গট গট করে হেঁটে এজলাসে ঢুকতে দেখা গেল শেখ শাহজাহানকে।
এমনকি তাঁর পরনের পোশাকেও চরম চাকচিক্য। সাদা ধবধবে প্যান্ট, জামা, ওপরে ধূসর রঙের জহর কোট। পায়ে সাদা স্নিকার্স। একেবারে আক্ষরিক অর্থের ‘শাহাজাহান’। প্রশ্ন উঠছে, যে অভিযুক্ত ৫৫ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন, পুলিশ যাঁকে খুঁজে পাচ্ছিল না, একেবারে মধ্যরাতে গ্রেফতার করতে হয়, তাঁর জামাকাপড় এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে হয়? পরিবারের সদস্যরা এত কম সময়ের মধ্যে পোশাক পৌঁছে দিতে পারেন কি? এই প্রশ্ন তুলেছেন আদালতের আইনজীবীরা।
তৃতীয় প্রশ্ন, যে কোনও ধরনের অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তের মুখ ঢেকে দেওয়া হয়। বালিশের ওয়্যার দিয়ে মুখ ঢেকে দিয়ে দেওয়া হয়। তাতে তিনটি ছিদ্র থাকে। কিন্তু শাহজাহানের ক্ষেত্রে তা হয়নি। আইনজীবীদের বক্তব্য, এটা আইনসিদ্ধ বক্তব্য। বিচারপ্রক্রিয়ার সময়ে অভিযুক্তের টিআই প্যারেডের ক্ষেত্রে সুবিধা হয়, তার জন্যই মুখ ঢাকা হয়। কিন্তু যদি মুখ ঢাকা না হয়, তাহলে অভিযুক্তই সুবিধা পেয়ে যাবেন। এমনটাই বলছেন আইনজীবীদের একাংশ। তাহলে অভিযুক্তের আইনজীবীই প্রশ্ন তুলবেন, যদি মুখ প্রকাশ্যেই থাকে, তাহলে নতুন করে শনাক্তকরণের কী প্রয়োজন রয়েছে?
শাহজাহানকে আপাতত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। তাঁকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।