TMC: মারধর, অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার নামকরা বিরিয়ানির দোকানের কর্ণধার
TMC: জানা যাচ্ছে, বিশ্বজিত দত্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। ভাড়ার মেয়াদ শেষ হলেও তিনি ঘর ছাড়ছিলেন না বলে অভিযোগ। এই নিয়ে বিশ্বজিতের সঙ্গে বচসা হয় অনির্বাণের। অভিযোগ, সেই সময় অনির্বাণ মারধর করে বিশ্বজিত দত্তকে
![TMC: মারধর, অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার নামকরা বিরিয়ানির দোকানের কর্ণধার TMC: মারধর, অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার নামকরা বিরিয়ানির দোকানের কর্ণধার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/TMC-3.jpeg?w=1280)
ব্যারাকপুর: মারধর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর আভিযোগ। গ্রেফতার উত্তর ২৪ পরগনার মোহনপুর পঞ্চায়েতের সদস্য ও প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। জানা যাচ্ছে, বিশ্বজিত দত্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। ভাড়ার মেয়াদ শেষ হলেও তিনি ঘর ছাড়ছিলেন না বলে অভিযোগ। এই নিয়ে বিশ্বজিতের সঙ্গে বচসা হয় অনির্বাণের।
অভিযোগ, সেই সময় অনির্বাণ মারধর করে বিশ্বজিত দত্তকে। এমনকী তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্দুক নিয়ে তাকে ভয় দেখায়। অভিযোগ হয় মধ্যমগ্রাম থানায়। এরপর অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।
যদিও, এই ঘটনায় মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল কর বলেন, “এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। ও তো ব্যবসায়িক ছেলে। ওর ব্যবসার কোনও কারণ বা ব্যক্তিগত কারণে গন্ডগোল হতে পারে। আমি এখনও খোঁজ নিইনি। খোঁজ নিয়ে বাকিটা জানাব।” তিনি আরও বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। তাই বলতে পারব না। কিন্তু আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাবে এটা আমার কেমন যেন লাগছে। ও তো ব্যবসায়ী ছেলে ওর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসবে?”
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)
![চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা? চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-cricketer-score-most-century-in-ICC-Champions-Trophy-.jpg?w=670&ar=16:9)
![৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন? ৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-country-has-highest-number-of-extramarital-affair.jpg?w=670&ar=16:9)
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)