Didir Doot: ঠাটিয়ে চড় বিজেপি কর্মীকে, দত্তপুকুরে জ্বলল আগুন, ‘ভুল করেছে’ বললেন ফিরহাদ
Didir Doot: দত্তপুকুরের ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন মহল। কারণ যাই থাকুক না কেন, গায়ে এভাবে হাত তোলার ঘটনা নিন্দনীয় বলছেন সকলেই।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা ভিডিয়োটা দেখেছি সকলেই। সেখানে একজন তৃণমূল নেতা একজন সাধারণ মানুষকে মুখের মধ্যে সরাসরি ঘুষি মেরেছেন। এদের দৌরাত্ম্য কোন জায়গায় পৌঁছে গিয়েছে। এরা ধরাকে সরা জ্ঞান করছে। এদের অহংকার এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে পতনের সময় এসে গিয়েছে। তাই জনগনের সঙ্গে এরকম ব্যবহার করছে। তবে জনগনের লাথি যেদিন পড়বে সেদিন এদের কুকুর বেড়ালও রাস্তায় পাত্তা দেবে না।”
তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, “দিদির দূতেরা প্রত্যেকে চোর ডাকাত। পায়ের নখ থেকে মাথার চুল অবধি দুর্নীতিতে ডোবা। এরা দুর্নীতির দূত। আমার তো মনে হয় গ্রামবাসীদের অভিযোগ যদি না শোনে তাদের বেঁধে রাখা উচিত। অভিযোগ শোনানো উচিত।” দত্তপুকুরের ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন মহল। কারণ যাই থাকুক না কেন, গায়ে এভাবে হাত তোলার ঘটনা নিন্দনীয় বলছেন সকলেই। এই ঘটনার পরই পথ অবরোধে নামে বিজেপি কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। ব্যারাকপুর-বারাসত রোড আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।