প্রকাশ্যে আদি বনাম নব্য সংঘাত, বিজেপি কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরাই

তাঁদের দলে নেওয়ার আগে একবারও কেন কর্মীদের সঙ্গে আলোচনা করলেন না সুশান্ত মণ্ডল! এই প্রশ্নও তুলছেন আদি বিজেপি কর্মীরা।

প্রকাশ্যে আদি বনাম নব্য সংঘাত, বিজেপি কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরাই
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 10:36 PM

চন্দ্রকোনা: দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সব আসন জেতার কথা শোনা গিয়েছে সদ্য বিজেপিতে (BJP) আসা শুভেন্দু অধিকারীর মুখে। কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের নিয়েই বিক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুরের ১ নম্বর ক্ষীরপাই বিজেপি মণ্ডলের কর্মীরা। ক্ষুব্ধ বিজেপি কর্মীরাই তালা ঝোলালেন বিজেপি কার্যালয়ে। দাবি উঠছে মণ্ডল সভাপতি সুশান্ত মণ্ডলেরও পদত্যাগের।

শনিবারই চন্দ্রকোনায় বিজেপির সমাবেশে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্মশিবিরে এসেছিলেন জোড়া ফুলের একাধিক নেতা। সেদিনই দলবদল করে গেরুয়া পতাকা ধরেছেন তৃণমূলের জেলা কমিটির সদস্য গৌতম ভট্টাচার্য, প্রতাপ বিশ্বাস, কিঙ্কর চক্রবর্তী-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। আর তারপরেই রবিবার সন্ধ্যায় মণ্ডলের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের পর তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: তৃণমূলের সভায় ‘ভাঙচুর’ বিজেপির

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন তাঁরা দুর্নীতিগ্রস্ত, সমাজবিরোধী। সরাসরি তাঁরা ক্ষোভ উগড়ে দেন মণ্ডল সভাপতির বিরুদ্ধেও। এতদিন যাঁরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করে এসেছেন, তাঁদের দলে নিয়ে ঠিক করেননি সুশান্ত। এমনও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এমনকি তাঁদের দলে নেওয়ার আগে একবারও কেন কর্মীদের সঙ্গে আলোচনা করলেন না সুশান্ত মণ্ডল! এই প্রশ্নও তুলছেন আদি বিজেপি কর্মীরা। যার মাধ্যমে প্রকাশ্যে বিজেপির অন্দরের আদি বনাম নব্য লড়াই। সুশান্ত মণ্ডল অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।