‘সরকারের ভাল প্রকল্প তো, সবাই সুবিধা পাক’, ‘দুয়ারে সরকার’ শিবিরে সাহায্যে গেরুয়া শিবির

Duare Sarkar: বিজেপি নেতৃত্ব বলছেন, "এ তো সরকারের ভাল উদ্যোগ। সবাই সুবিধা পাক। তাই মানুষকে সহযোগিতা করতে দুয়ারে সরকার ক্যাম্পের সামনে হাজির বিজেপি নেতা কর্মীরাও।''

'সরকারের ভাল প্রকল্প তো, সবাই সুবিধা পাক', 'দুয়ারে সরকার' শিবিরে সাহায্যে গেরুয়া শিবির
দুয়ারে সরকার শিবিরে সাহায্য করছেন বিজেপি নেতা। নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2021 | 7:16 PM

পশ্চিম মেদিনীপুর: দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পকে খোঁচা দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন যমের দুয়ারে সরকার। যদিও পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব বলছেন, “এ তো সরকারের ভাল উদ্যোগ। সবাই সুবিধা পাক। তাই মানুষকে সহযোগিতা করতে দুয়ারে সরকার ক্যাম্পের সামনে হাজির বিজেপি নেতা কর্মীরাও।” শুক্রবার এমনই ছবি ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলছে কেশিয়াড়ি ব্লকের খাজরা এলাকায়। এদিন সেই কর্মসূচিতে যথারীতি ক্যাম্প করে ফর্ম পূরণ করতে দেখা গেল এলাকার বিজেপি কর্মী থেকে নেতৃত্ব সকলেই। দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণে দেখা গেল বিজেপির স্থানীয় বুথ সভাপতি সহ কর্মী-সমর্থকদের।

তাঁদের বক্তব্য, ‘রাজ্য সরকারের ভাল প্রকল্প। সকলেই সুবিধা পাক।’ শুক্রবার কেশিয়াড়ির খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলে বসেছিল বিজেপির এই শিবির। সেখানেই খাজরা পঞ্চায়েতের আমগেড়িয়া এলাকার বিজেপি নেতা কালাচাঁদ মাহালা বেঞ্চে বসে ফর্ম পূরণ করেন অনেকের। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন কর্মী সমর্থক। এদিন কালাচাঁদবাবু স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করেছেন। তাঁর বক্তব্য, “মানুষকে পরিষেবা দিতেই এই কাজ। আমাদের দল বিরোধিতা করলেও আমি চাই, এলাকার মানুষ সরকারি সুবিধা পাক।”

এদিকে সবকিছু দেখে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর চিন্তাধারা সাধারণ মানুষের জন্য যে ঠিক সেটাই মানছেন এলাকার বিজেপি নেতৃত্ব। বারবার রাজ্যের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করলেও সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন, তা দেখে বিজেপি-ও মানতে বাধ্য সমস্ত কর্মসূচিই জনমুখী।” আর সাধারণ মানুষ বলছেন, ‘সবাই তো ফর্ম পূূরণ করতে পারে না। যদি কেউ রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাহায্য করেন, তাহলে তো ভালই।”

এর আগেও অবশ্য পূর্ব মেদিনীপুরের তমলুক, উত্তর ২৪ পরগনার পরগনার বনগাঁয় দুয়ারে সরকার কর্মসূচিতে সাহায্য় করতে দেখা গিয়েছে বিজেপিকে। তাদের যুক্তি, এটা কোনও রাজনৈতিক দলের কর্মসূচি বা প্রকল্প নয়। সরকারি প্রকল্প যাতে সবার কাছে পৌঁছতে পারে সেই কাজে তারা সাহায্য করছেন। দিন কয়েক আগে তমলুকের এক বিজেপি কাউন্সিলর ক্যাম্পের আয়োজন করে এও জানান, দুয়ারে সরকার কর্মসূচিতে যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেখান থেকে নিজের এলাকার মানুষকে সহযোগিতা করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

গত বুধবার বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার প্রকল্পের শিবির করা হয়েছিলয। সেখানে দেখা যায় বিজেপি নেতা তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব শূর, কালুপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য লতিকা সুর, প্রসেনজিৎ বিশ্বাস, হরিদাস রায় দে প্রমুখরা সাধারণ মানুষকে দুয়ারে সরকার কর্মসূচিতে ফর্ম পূরণে সহযোগিতা করছেন। বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল করছেন। যা দেখে সাধুবাদ জানান তৃণমূল নেতৃত্বও।

আরও পড়ুন: ‘মেজো বোনকে’ প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, পূরণ করছেন শুভেন্দু!