Dilip Ghosh On Arijit Singh: ‘তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হবে’, অরিজিৎ প্রসঙ্গে তোপ দিলীপের
Dilip Ghosh: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'রং দে তু মোহে গেরুয়া' গান গাওয়ার জন্যই কি শো বাতিল হল গায়কের? প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।
কলকাতা: ১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। কারণ ভিড় নিয়ন্ত্রণ করতেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিধাননগর পুলিশ কমিশনারেট। বুধবার এমনই তথ্য দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এ দিকে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা হতেই শুরু রাজনৈতিক তরজা। আসরে নেমেছে বিজেপি। অরিজিৎ রাজনীতির শিকার, এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে ফেলেছে বঙ্গ বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গাওয়ার জন্যই কি শো বাতিল হল গায়কের? প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এমন আবহে এবার এই ইস্যুতে মন্তব্য করলেন বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, শাসকদল তৃণমূলের সঙ্গে না থাকলে খাওয়া বন্ধ হয়ে যাবে।
কী বললেন বিজেপি নেতা?
বৃহস্পতিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শহরের চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরের বোগদায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারেন তিনি। একাধিক ইস্যুতে রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ ছুড়ে দেন। তখন বাদ পড়েনি অরিজিতের গানের শো বাতিল ইস্যুও। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা বলেন, “সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।”
তবে একা দিলীপ নন, শো-বাতিলের খবর চাউর হতেই বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, অরিজিৎ তাঁর প্রিয় গান শুনিয়েছেন। এটা অসহিষ্ণুতা পরিচয়। ওই গানটি গাওয়ার জন্যই তাঁর শো বাতিল করা হল।
Why has Arijit Singh’s show at Eco Park been cancelled by WB Govt body HIDCO,?
The result of Arijit humming “Rang de tu mohe Gerua” in front of Her Excellency at KIFF? Intolerance scales new heights.
— Dr.Indranil Khan ডাঃ ইন্দ্রনীল খাঁন (@IndranilKhan) December 28, 2022
উল্লেখ্য, গতকাল মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে শহরে। সে কারণেই পুলিশ অনুমতি দিচ্ছে।তবে ইকো পার্কের বদলে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা আয়োজকদের দেওয়ার ব্যাপারে জানানো হয়েছিল বলে দাবি ফিরহাদের। মেয়র বলেন, “ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে। এখন অনেক প্রচণ্ড ভিড় হচ্ছে। এখন ওখানে বড় অনুষ্ঠান করলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই জন্য বিধাননগর পুলিশ কমিশনারেট অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না। তবে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পুলিশি অনুমতি না নিয়ে কেন অনুষ্ঠানের আয়োজন করা হল? আয়োজকের বিরুদ্ধে এফআইআর হলে তো তিনি গ্রেফতার হবেন।”
বিতর্ক শুরু কোথা থেকে? ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata Film Festival ) হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ জানিয়েছিলেন একটি গান গাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর অনুরোধের পর অরিজিৎ বলেন, ‘একটা গান গেয়ে দিই, ল্যাটা চুকে যাবে।’ এরপরেই ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে। তারপরেই শাহরুখ খানের সৌজন্যে তাঁরই অভিনীত ছবির ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটির এক লাইন গান। ঠিক এরই পর থেকে শুরু হয় বিতর্ক। বিষয়টিকে ইস্যু করে আসরে নামে বিজপি। তাঁদের বক্তব্য, গায়কের মুখে ‘গেরুয়া’ শুনে চটেছেন মুখ্যমন্ত্রী। সেই রোষেই পড়তে হয়েছে অরিজিৎকে।