West Medinipur: বৃষ্টির ভ্রুকুটি! ধান পাকার আগেই ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা

West bengal: কিছুদিন আগেই বন্যা ভেসে গিয়েছে জেলা।

West Medinipur: বৃষ্টির ভ্রুকুটি! ধান পাকার আগেই ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা
ফসল ঘরে তুলছেন কৃষকরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 9:41 AM

পশ্চিম মেদিনীপুর: আকাশ মেঘলা। যে কোনও সময় নামবে বৃষ্টি। আর আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় জেলার কৃষকরা। রাতের ঘুম উড়েছে তাদের।

পশ্চিম মেদিনীপুর জেলা মূলত কৃষি প্রধান। কৃষকরা আমন ধান, আলু সহ বিভিন্ন শাক সবজির উপর নির্ভরশীল। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বৎসর আবহাওয়ার খামখেয়ালিপনায় তারা চরম সমস্যায় পড়েছেন।

কিছুদিন আগেই বন্যা ভেসে গিয়েছে জেলা। সেই সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই আবার প্রাকৃতিক দুর্যোগের সিঁদুরে মেঘ দেখছে কৃষকরা।

তাঁদের বক্তব্য, “অন্যান্য বছরের তুলনায় এই বৎসর আলু চাষে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবুও তাড়াতাড়ি করে আলু চাষ করতে শুরু করেছিলাম। কিন্তু এখন এই আবহাওয়া। এবার যদি বৃষ্টি হয় তাহলে সেই আলু চাষ আরও পিছিয়ে যাবে।”

এমনিতে বেশ কয়েক বছর ধরে আলু চাষীরা আলু চাষে লাভের মুখ দেখেনি। লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু কৃষকরা লাভের আশায় চাষ করলেও তারা লাভ পাচ্ছেনা, সবথেকে দুশ্চিন্তা বাড়িয়েছে এই বছরের বর্ষা।

বর্ষা কাটতে না কাটতেই কৃষকরা জমিকে চাষের উপযোগী করে নতুন ফসল লাগানোর আগে আবার দেখা দিয়েছে বৃষ্টির আশঙ্কায়। এতেই চরম দুশ্চিন্তায় তারা।

শুধু তাই নয় আবহাওয়ার এই পরিবর্তনের ফলে মাঠের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। তারা যেটা জানাচ্ছেন ধান পুরো না পাকলেও মেশিন দিয়ে ধান কেটে বাড়িতে তুলে নিচ্ছে তাঁরা। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে চাষে প্রচুর ক্ষতি হয়ে যাবে। এককথায় আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা।

প্রসঙ্গত, নিম্নচাপের প্রভাবে হাওয়াবদল! রুদ্ধ পারদপতন (Weather Update)।  গত কয়েকদিন শীতের আমেজ থাকলেও বাতাসে জলীয় বাষ্প বাড়ায়, সেই আমেজ রাতারাতি গায়েব। আপাতত রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পূবালি বাতাস। তার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে শনিবার সকালেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

রবিবার থেকে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আগামী শনিবার ও রবিবার বৃষ্টি হবে আন্দামান উপকূলে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনাতেও। গরমের অস্বস্তি থাকবে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

আরও পড়ুন: Gariahat Double Murder: ড্রেন-খাল থেকে উদ্ধার সুবীর চাকির একাধিক কার্ড, কাকুলিয়া খুনে নয়া তথ্য