Kharagpur Municipality: দীর্ঘ টালবাহানা, অবশেষে পুরসভার নতুন চেয়ারম্যান হলেন কল্যাণী ঘোষ
Kharagpur Municipality: তারপর পুরপ্রধান কে হবেন সেই নিয়ে বহু তর্ক বিতর্ক চলেছে খড়গপুরে। অবশেষে দলের নির্দেশে চেয়ারম্যানে পদে বসলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী ঘোষ।
খড়গপুর: অবশেষে চেয়ারম্যান পদে শপথ নিলেন খড়গপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দীর্ঘ টালবাহানার পর খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন কল্যাণী ঘোষ। পৌরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে পুরো প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলের কুড়িজন কাউন্সিলর। তারপরই নড়েচড়ে বসে রাজ্য নেতৃত্ব। দলের নির্দেশেই পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন প্রদীপ সরকার। তারপর পুরপ্রধান কে হবেন সেই নিয়ে বহু তর্ক বিতর্ক চলেছে খড়গপুরে। অবশেষে দলের নির্দেশে চেয়ারম্যানে পদে বসলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী ঘোষ।
সম্প্রতি, পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে ক্যাগ রিপোর্ট নেই। তার ফলে টাকা নয়-ছয়ের সুবিধা হয়েছে এর আগের পুরবোর্ডের। এমনকী বিধায়ক অভিযোগ জানিয়ে বলেছিলেন যে, পুরবোর্ডের কোনও টাকাই নেই। তাহলে উন্নয়ন হবে কোথা থেকে। এরপরই খড়গপুর পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। এরপর আজ চেয়ারম্যান পদে আসীন হন কল্যাণী ঘোষ।
এই বিষয়ে কল্যাণী ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে আমি এই চেয়ারে বসেছি। সবাই আমাকে সমর্থন করেছে। আমি খড়গপুরকে আরও সাজিয়ে তুলব। বাকি কাজগুলো অবশ্যই করব। তার আগে এলাকা পরিদর্শন করতে হবে আমাকে। কেউ যাতে আগামী দিনে কিছু বলতে না পারে। খড়গপুরে সব থেকে বড় সমস্যা রয়েছে জলের। সেই সমস্যা সমাধানে কাজ শুরু হয়ে গিয়েছে।”