Khorar Municipality: ভোট প্রচারে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূল প্রার্থী! কাঠগড়ায় গোষ্ঠীকোন্দল
Municipal Elections 2022: খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারের ফর্ম পূরণ করার সময় এই ঘটনা ঘটে।
মেদিনীপুর: ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূলের প্রার্থী। অভিযোগ, দলীয় গোষ্ঠীকোন্দলের জেরেই এই হামলা চলে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরূপ রায় ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনের উপর এই হামলা হয় বলে অভিযোগ। শনিবার ওয়ার্ডে প্রচার চলাকালীন এই হামলা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলেরই অপর এক গোষ্ঠী এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। ব্লক তৃণমূল সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি স্বীকারও করে নেন। তিনি বলেন, একুশের ভোটেও একইভাবে দলের প্রার্থীকে হারানোর চেষ্টা করেছিলেন কেউ কেউ। পুরভোটেও সে ছবিই দেখা যাচ্ছে। ঘটনায় গুরুতর আহত হন অরূপ রায়। জানা গিয়েছে, খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারের ফর্ম পূরণ করার সময় এই ঘটনা ঘটে। কয়েকজন তৃণমূল কর্মী সেখানে কাজ করছিলেন। প্রার্থী অরূপ রায় যেতেই শুরু হয় তর্কাতর্কি। এরপরই প্রার্থী-সহ আরও একজনের উপর লাঠি নিয়ে কয়েকজন চড়াও হয় বলে অভিযোগ। অরূপ রায়ের সঙ্গে আক্রান্ত হন অনুপ জানা নামে এক যুবকও।
আক্রান্ত অনুপ জানা বলেন, “আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে। রুইদাস পল্লির কিছু মানুষ এসেছিলেন তাঁদের কাগজপত্র, কাস্ট সার্টিফিকেটের সমস্যা নিয়ে। শুক্রবার কিছুটা করে দিয়েছি। শনিবার সেটা করছিলাম করতে। হঠাৎ দেখি সেখানে তৃণমূলের ঝান্ডা নিয়ে ধেয়ে আসছে। হঠাৎ আমাকে মারতে শুরু করে দিল। ওরা যদি সকলে মিলে আমাদের উপর হামলা করত প্রাণেই মেরে দিত। পাড়ার লোকজন আটকে দিয়েছে।” ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজির কথায়, “দেখলাম ভালই জখম হয়েছে অরূপ। ওর বাড়ির লোকের সঙ্গে কথা বললাম। ও ইশারাতেও যেটুকু বলল তাতে বুঝলাম বুকের বাঁদিকে ব্যথা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তবে এগুলো যারা করছেন তারা ভাল করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে আমাদের অরূপ ভোটে দাঁড়িয়েছে। যাঁরা ওর উপর আঘাত হেনেছে আমরা মনে করি তাঁরা ভুল করছেন। জনতার রায়ই শেষ কথা। গণতান্ত্রিক পথেই অরূপ লড়ছে, ও নিশ্চয়ই জিতবে। এলাকার মানুষ ওকে খুব ভালবাসে। ওর জয় নিশ্চিত জেনে কিছু মানুষ চক্রান্ত করছে।”
গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করার জায়গা নেই। আমি মনে করি ২০২১ সালে খড়ার পুর এলাকায় যারা আমাদের প্রার্থী শঙ্কর দলুইকে হারানোর জন্য সচেষ্ট হয়েছিল, তারাই আজ আবার আমাদের প্রার্থী, দিদির প্রার্থীকে আক্রমণ করে একইভাবে তৃণমূলের ক্ষতি করতে চাইছে।” এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, “অরূপ রায় প্রচারে গিয়েছিলেন। সেখানে একদল লোক আমাদের জয় নিশ্চিত জেনে প্রার্থীকে না আটকাতে পেরে পাশবিক শক্তির প্রয়োগ করেছে। যারা এ কাজ করেছে তারা দীর্ঘদিন ধরে নিজেদের তৃণমূল বলে দাবি করলেও আসলে ওরা তৃণমূল নয়। স্বেচ্ছাচারি একদল লোক।”