Purba Bardhaman : দুয়ারে রেশনে প্লাস্টিক চাল দেওয়ার অভিযোগ, ‘ওটা 45 চাল’, দাবি বিডিও-র

Purba Bardhaman : ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামে। বিক্ষোভের জেরে রেশন দেওয়া বন্ধ করে দেন রেশন ডিলার।

Purba Bardhaman : দুয়ারে রেশনে প্লাস্টিক চাল দেওয়ার অভিযোগ, ‘ওটা 45 চাল’, দাবি বিডিও-র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 8:32 PM

ভাতার : রেশনে (Ration) দেওয়া চালের গুণগত মান খারাপ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাল চাল তো দেওয়াই হচ্ছে না। উল্টে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাল। এই অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দাা। বিক্ষোভের জেরে রেশন দেওয়া বন্ধ করে দেন রেশন ডিলার। এদিন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামে। 

মঙ্গলবার ভাতারের ডাঙ্গাপাড়ায় দুয়ারে রেশন দেওয়ার কাজ চলছিল। তখনই রেশন ডিলার বিদ্যুৎ কুমার করের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হন গ্রামের বাসিন্দারা। যদিও রেশন ডিলারের দাবি তিনি কোনও প্লাস্টিকের চাল দিচ্ছিলেন না। তাঁর দাবি, যে চালকে প্লাসটিকের চাল বলা হচ্ছে সেটা ফরটি ফাইভ (৪৫) ভিটামিনযুক্ত চাল। তিনি বলেন, “গ্রামে প্রায় ২৫০ পরিবার রয়েছে। গ্রামের অনেকের দাবি এটা প্লাস্টিক চাল। তবে আমি ওনাদের বোঝাই এটা ৪৫ চাল। কোনও খারাপ চাল নয়। তবে ওনারা মানছেন না। সাফ জানান তাঁরা এই চাল নেবেন না। আমাকে দোকান বন্ধ করে দিতে বলে। বাধ্য হয়ে আমি দোকান বন্ধ করে দিই। উপরমহলে আমি ঘটনার কথা জানিয়েছি। ওখান থেকে যা সিদ্ধান্ত হবে তা মেনে কাজ হবে।”

গ্রামের বাসিন্দা আব্দুস সেলিম শেখ জানান, “এবারে যে রেশনের চাল এসেছে তার মান সম্পূর্ণভাবে খারাপ। সেই চাল খাবার যোগ্য নয়। আমাদের তো মনে হচ্ছে এটা প্লাস্টিকের চাল। অবিলম্বে চাল পাল্টাতে হবে না হলে আমরা রেশন নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। খাদ্য দফতর এই চালটিকে পরীক্ষা করুক।” অভিযোগ সামনে আসার পর ঘুরিয়ে পূর্ববর্তী বাম সরকারকে কাঠ গড়ায় তুলেছেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু। তিনি বলেন, আজ থেকে ২০ বছর আগে রেশনের চাল মানুষ খেতে পারত না। এখন চালের মান অনেক ভাল। যদিও কেউ খারাপ চাল রেশনে দেয় তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করা হোক। প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যদিকে ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস জানান, “ওটা প্লাস্টিক চাল নয়। ভিটামিন যুক্ত ৪৫ চাল। এর আগেও এলাকায় ওই চাল নিয়ে প্রচার করা হয়েছে। ৪৫ চাল নিয়ে বাসিন্দাদের আবার সচেতন করা হবে।”