Burdwan: প্লাবিত মানুষের কাছে পৌঁছয়নি কোনও সাহায্য, বর্ধমানের গ্রামগুলোতে বাড়ছে ক্ষোভ
Burdwan: গ্রামবাসীরা জানাচ্ছেন, তাঁরা আতঙ্কে রয়েছেন, আরো যদি জল ছাড়া হয় পরিস্থিতির আরও অবনতি হবে। এর মধ্যে অপ্রতুল ত্রাণের অভিযোগ এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের সময় সবাইকে দেখা গেলেও এখন কেউ আসেনি।
বর্ধমান: প্লাবিত মানুষের কাছে পৌঁছয়নি কোনও সাহায্য। অন্তত তেমনটাই তাঁদের অভিযোগ। অতিবৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে জলমগ্ন পূর্ব জামালপুরের অনেকগুলি এলাকা। প্লাবিত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেশ কয়েকটি গ্রাম।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা দামোদর ও মুন্ডেশ্বরী এই দুটি নদীর মাঝে কোনও ক্রমে রয়েছেন তাঁরা। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে নদীতে ব্যাপক জলস্ফিতি হয়েছে। দামোদর নদে ডিভিসির ছাড়া জলে সমস্যা আরও বেড়েছে। জামালপুরের পূর্ব দিকে অমরপুর,সিয়ালি,কোড়া উজিরপুর,সহ কাড়ালাঘাট, দ্বীপের মানা আরোও বিভিন্ন জায়গা জলমগ্ন।
গ্রামবাসীরা জানাচ্ছেন, তাঁরা আতঙ্কে রয়েছেন, আরো যদি জল ছাড়া হয় পরিস্থিতির আরও অবনতি হবে। এর মধ্যে অপ্রতুল ত্রাণের অভিযোগ এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের সময় সবাইকে দেখা গেলেও এখন কেউ আসেনি। তাঁরা কার্যত রাস্তায়। বাড়িতে জল ঢুকে গিয়েছে। না আছে খাবার। না আছে ত্রিপল। তাঁরা চাইছেন, দ্রুত ত্রাণের ব্যবস্থা হোক।
অন্যদিকে, পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। গুসকরা পৌরসভার যে ওয়ার্ডগুলি জলমগ্ন হয়েছে। তার মধ্যে ৫ ও ৬ ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত খারাপ। যোগাযোগ ব্যবস্থাও একপ্রকার ভেঙে পড়েছে। মূলত গুসকরা শহরের পাশ থেকে বয়ে গেছে কুনুর নদী সেই নদীর জলেই জলমগ্ন হয়েছে গুসকরার বিস্তীর্ণ এলাকা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, তিন চার দিন ধরে জলমগ্ন থাকলেও পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে তাদের খোঁজ নেয়নি। এমনকি প্রয়োজনীয় ত্রিপল,জল ও খাবারের ব্যবস্থা করা হয়নি।
যদিও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ক’দিন বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জন্য পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়েছে।