Murder: স্ত্রী’কে শ্বাসরুদ্ধ করে খুন, তারপর সোজা থানায় হাজির স্বামী
Kalna: ঘরের মেঝে থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চরম বিবাদের জেরেই এ্মন ঘটনা বলে অনুমান পুলিশের।
কালনা: স্ত্রী’কে খুন (Murder) করে সোজা থানায় গিয়ে আত্মসমর্পন করলেন স্বামী (husband)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায় (Kalna)। থানায় গিয়ে স্বামী অকপটে জানালেন, তিনিই তাঁর স্ত্রী’লে খুন করে এসেছেন। কালনা থেকে নবদ্বীপ থানায় গিয়ে আত্মসমর্পন করেন তিনি। কালনার বেগপুর গ্রাম পঞ্চায়েতের ধলেশ্বর গ্রামের ঘটনা। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে।
অভিযুক্তের নাম লালবাবু সেখ। তিনি তাঁর স্ত্রী নৌবা বিবিকে খুন করে হাজির হন থানায়। মৃত নৌবা বিবির বয়স ৫৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’জনের মধ্যে প্রায়ই পারিবারিক বিবাদ লেগে থাকত।মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে সেই পারিবারিক বিবাদ চরমে ওঠে। স্ত্রী’র প্রতি বিরক্ত হয়েই খুন করেছেন বলে দাবি, স্বামী লালবাবু শেখের। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের মধ্যেই স্ত্রী’র গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে খুন করেন স্বামী।
স্ত্রী’কে খুন করে মৃত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে নবদ্বীপ থানায় যান তিনি। সেখানে গিয়ে স্ত্রী’কে খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন তিনি। নবদ্বীপ থানা মারফত কালনা থানার পুলিশ খবর পায়। এরপর দুই থানার পুলিশই হাজির হন ধলেশ্বর গ্রামে। সেখানে গিয়ে ঘরের মেঝে থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ছেলে মিঠু শেখ জানান, বাবা ও মায়ের মধ্যে প্রায়ই পারিবারিক কারণে ঝগড়া লেগেই থাকত। মা’কে এ খুনের দায়ে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ছেলে।
আরও পড়ুন: Weather Update: খেলা শুরু রাত থেকেই! বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে কলকাতা-সহ এই জেলাগুলিতে
মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ খুনের ঘটনা ঘটে কালনার বেগপুর গ্রাম পঞ্চায়েতের ধলেশ্বর গ্রামে। খুন করে কালনায় নয়, একেবারে নবদ্বীপ চলে যান অভিযুক্ত। খুনের ঘটনার কথা শুনে অবাক হয়ে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে নবদ্বীপ থানা থেকে কালনা থানায় খবর দেওয়া হয়। পুলিশ কালনা থানা মারফত খবর নিয়ে খুনি স্বামীকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ।
আরও পড়ুন: Arup Biswas: কন্ট্রোলরুম থেকে রাতভর নজরদারি, বিদ্যুতের সমস্যা হলেই ফোন করুন এই নম্বরে