Kalna Migrant Worker Death: ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

Migrant Worker Death: পরিবার সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম আনন্দ দত্ত (৪৭)। বাড়ি কালনার জাপট এলাকায়। গত তিন মাস আগে এলাকারই দুই যুবকের সঙ্গে ছত্তিশগঢ়ে মৃৎশিল্পীর কাজে গিয়েছিলেন আনন্দ। গত দশ তারিখ রাতে পরিবারের সঙ্গে কথা হয় তাঁর।

Kalna Migrant Worker Death: ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু
মৃত্যু পরিযায়ী শ্রমিকের Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 4:58 PM

কালনা: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার কালনার জাপট এলাকায় ফিরল মৃতদেহ। পরিযায়ী শ্রমিকের রিপোর্টের সঙ্গে পাঠানো হয়েছে বেশ কয়েক বছরের পুরনো ডাক্তারি ইসিজি সার্টিফিকেট। যা দেখে সন্দেহ প্রকাশ মৃতের ছেলেদের। কালনা হাসপাতালে বৃহস্পতিবার বেলা নাগাদ মৃতদেহ নিয়ে এলে,মৃতদেহ ময়নাতদন্তের জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা।

পরিবার সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম আনন্দ দত্ত (৪৭)। বাড়ি কালনার জাপট এলাকায়। গত তিন মাস আগে এলাকারই দুই যুবকের সঙ্গে ছত্তিশগঢ়ে মৃৎশিল্পীর কাজে গিয়েছিলেন আনন্দ। গত দশ তারিখ রাতে পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। কিছুক্ষণ পরই ওখান থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।

তড়িঘড়ি সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেখানের মালিকরা। বৃহস্পতিবার ভোরে মৃতদেহ বাড়ি ফিরতেই দেখা যায় চিকিৎসা সক্রান্ত কাগজপত্রের সমস্ত গন্ডগোল তেমনটাই দাবি পরিবারের। যে ইসিজি রিপোর্ট পাঠানো হয়েছে তা ২০১৬ সালের পুরনো বলে জানান এখানকার চিকিৎসকরা। এরপরই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে পরিবার।

মৃতের ছেলে অমলেন্দু দত্ত বলেন, “বাবা ছত্তিশগঢ়ে দু থেকে তিন মাসে আগে কাজে গিয়েছিলেন। আমাদের সঙ্গে কথাও হয়েছিল। এক দুঘণ্টা পর খবর আসে বাবা আর নেই।”