Bike Brunt : চারচাকা-বাইক মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা লাগতেই দাউদাউ করে জ্বলে উঠল আস্ত বাইক

Bike Brunt : শনিবার রাতে বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের রায়না ও মাধবডিহি থানার মাঝখানে মিরেপোতা বাজারের কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Bike Brunt : চারচাকা-বাইক মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা লাগতেই দাউদাউ করে জ্বলে উঠল আস্ত বাইক
ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 9:25 AM

বর্ধমান : শনিবার সন্ধ্যাতে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সেই শনির রাতেই আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় বর্ধমান-আরামবাগ রোডে (Bardhaman-Arambagh Road)। বর্ধমান আরামবাগ রোডের মিরেপোতা বাজারের কাছে চারচাকা ও বাইকের সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দুর্ঘটনার পরই বাইকে আগুন ধরে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়। দুর্ঘটনার খবর চাউর হতেই ভিড় জমে যায় ওই এলাকায়।

সূত্রের খবর, শনিবার রাতে বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের রায়না ও মাধবডিহি থানার মাঝখানে মিরেপোতা বাজারের কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরেই বাইকটিতে দাউ দাউ আগুন জ্বলে উঠতে দেখা যায়। বাইকে থাকা দুই আরোহী গুরুতরভাবে জখন হন। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে  বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ ও সেহারা বাজার ফাঁড়ির পুলিশ সেখানে যায়। চারচাকা গাড়িটিকে আটকও করা হয়। 

ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী শেখ ফিরোজ বলেন, “একটা গাড়ি আরামবাগের দিকে যাচ্ছিল। একটা বর্ধমানের দিকে যাচ্ছিল। বড় চারচাকা গাড়িটিই সজোরে ধাক্কা মারে বাইকটিতে। ধাক্কা লাগার পর দাউদাউ করে জ্বলে উঠে বাইকটা। বাইকে দুজন ছিল। দুজনের অবস্থাই খুব খারাপ। একজন তো খুবই সঙ্কটজনক অবস্থায় রয়েছে।”