Income Tax: ফের রাজ্যে বড়সড় আয়কর হানা, ২৪ ঘণ্টা পার করে চলছে অভিযান

Income Tax Raid: মূলত চালকলগুলি নজরে আয়কর দফতরের। গত ২৪ ঘণ্টায় যতগুলি অফিসে অভিযান চলেছে, সব জায়গাতেই চালকলের অফিস রয়েছে বলে সূত্রের খবর।

| Edited By: | Updated on: Dec 10, 2022 | 12:25 PM
ফের বড়সড় আয়কর হানা এ রাজ্যে। ২৪ ঘণ্টা পার হয়েছে, আয়কর হানা বর্ধমান শহরের একাধিক সংস্থার দফতরে। শুক্রবারও এসব জায়গায় অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা।

ফের বড়সড় আয়কর হানা এ রাজ্যে। ২৪ ঘণ্টা পার হয়েছে, আয়কর হানা বর্ধমান শহরের একাধিক সংস্থার দফতরে। শুক্রবারও এসব জায়গায় অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা।

1 / 6
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের সিটি টাওয়ার সংলগ্ন এলাকায় বালাজি, নিউ বালাজি, নিউ ভারত, জয় বালাজি ও মা শান্তি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামে একাধিক সংস্থার অফিসে তল্লাশি চলছে।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের সিটি টাওয়ার সংলগ্ন এলাকায় বালাজি, নিউ বালাজি, নিউ ভারত, জয় বালাজি ও মা শান্তি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামে একাধিক সংস্থার অফিসে তল্লাশি চলছে।

2 / 6
এ ছাড়াও পূর্ব বর্ধমানের উচালন, সগড়াই, পালিতপুরে অভিযান চালান আয়কর-আধিকারিকরা। পূর্ব বর্ধমানের পাশাপাশি বীরভূমের রামপুরহাটে সংস্থাগুলির একাধিক কারখানায়ও হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা।

এ ছাড়াও পূর্ব বর্ধমানের উচালন, সগড়াই, পালিতপুরে অভিযান চালান আয়কর-আধিকারিকরা। পূর্ব বর্ধমানের পাশাপাশি বীরভূমের রামপুরহাটে সংস্থাগুলির একাধিক কারখানায়ও হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা।

3 / 6
শুক্রবার সন্ধ্যা থেকেই পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় হানা দেন আয়কর আধিকারিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক বিল্ডিংয়ের বিভিন্ন অফিসে তল্লাশি চালায়। মূলত রাইস মিলের অফিসগুলিতে চলে তল্লাশি। রায়না খণ্ডঘোষেও চলেছে হানা।

শুক্রবার সন্ধ্যা থেকেই পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় হানা দেন আয়কর আধিকারিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক বিল্ডিংয়ের বিভিন্ন অফিসে তল্লাশি চালায়। মূলত রাইস মিলের অফিসগুলিতে চলে তল্লাশি। রায়না খণ্ডঘোষেও চলেছে হানা।

4 / 6
গত মাসেই হুগলির হিন্দমোটরের একটি আবাসনে আয়কর দফতর হানা দেয়। প্রায় ৩০ ঘণ্টা ধরে তল্লাশি চলে হিন্দমোটরের ব্যবসায়ী রাজেশ ধনধনিয়ার বাড়িতে। তিনটি গাড়ি নিয়ে ৯ জন আধিকারিক হানা দেন ধনধনিয়ার হিন্দমোটর নিউ স্টেশন রোড সংলগ্ন সুমঙ্গল রিজেন্সিতে।

গত মাসেই হুগলির হিন্দমোটরের একটি আবাসনে আয়কর দফতর হানা দেয়। প্রায় ৩০ ঘণ্টা ধরে তল্লাশি চলে হিন্দমোটরের ব্যবসায়ী রাজেশ ধনধনিয়ার বাড়িতে। তিনটি গাড়ি নিয়ে ৯ জন আধিকারিক হানা দেন ধনধনিয়ার হিন্দমোটর নিউ স্টেশন রোড সংলগ্ন সুমঙ্গল রিজেন্সিতে।

5 / 6
এবার বর্ধমানে হানা। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অভিযান বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

এবার বর্ধমানে হানা। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অভিযান বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

6 / 6
Follow Us: