Panchayat Election Result 2023: BJP-র জয়ী প্রার্থীদের মোটা টাকায় দলবদলের ‘অফার’, মধ্যস্থতায় অভিযুক্ত গেরুয়া শিবিরেই জেলা সভাপতি
Panchayat Election Result 2023: ভোট শেষ হয়েছে। তারপরও দুশ্চিন্তা যেন কাটছে না বঙ্গ বিজেপি-র। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি।
পূর্ব মেদিনীপুর: তৃণমূলে যোগদান করলেই মিলবে টাকা। বিজেপির জয়ী প্রার্থীদের এই প্রলোভন দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে রীতিমতো আত্মগোপন করে থাকতে হচ্ছে বিজেপি-র টিকিটে দাঁড়ানো জয়ী প্রার্থীদের। তবে অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
ভোট শেষ হয়েছে। তারপরও দুশ্চিন্তা যেন কাটছে না বঙ্গ বিজেপি-র। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি। কিন্তু তারপরই নাকি তৃণমূলের কাছ থেকে আসছে বার্তা। ঘাসফুল শিবিরে যোগদান করলেই মিলবে লক্ষ-লক্ষ টাকা। আর তার মধ্যস্থতা করছেন বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও জেলা নেতৃত্বরা। এই অভিযোগ করলেন বিজেপি-র জয়ী প্রার্থীরা। এই বিষয়ে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ওইখানের জয়ী প্রার্থী, তাঁরা বিভিন্ন প্রলোভন ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আসলে ওরা নিজেরাই তৃণমূলে যেতে চাইছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।”
তাঁদের আরও অভিযোগ, তৃণমূলে যোগদান করলে মিলবে প্রধান ও উপপ্রধানের পদ। সেই কারণে বাধ্য হয়ে নিজেদের দল বাঁচাতে ভিন রাজ্যে ঠাঁই নিয়েছেন তাঁরা। কারণ, তাঁরা মনে করছেন বাড়ি গেলেই তাঁদের উপর জোর দিয়ে তৃণমূলে জোগদান করানো হবে। এবং তৃণমূল অঞ্চল গঠন করবে। তাই দুই অঞ্চলের মোট ২২ জন জেতা প্রাথী ইতিমধ্যে ভিনরাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে এ ই অভিযোগ শুধু পূর্ব মেদিনীপুরে নয়। কোচবিহার থেকেও এমন অভিযোগ উঠেছে।