Physical Assault: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, জাপটে ধরে ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপর…

Physical Assault: ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। নিগৃহীতার বয়ান অনুযায়ী, ওই দিন দুপুরবেলা ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ফাঁকা জায়গা দেখে তার পথ আটকায় অভিযুক্ত যুবক। বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তা নাকচ করেন ওই কলেজ ছাত্রী।

Physical Assault: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, জাপটে ধরে ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপর...
শ্লীলতাহানির অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 5:11 PM

পূর্ব মেদিনীপুর: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান। অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ।  পূর্ব মেদিনীপুরের তমলুকের এক কলেজের এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ।  জানা গিয়েছে, তমলুকের একটি সরকারি কলেজে পাঠরতা ওই ছাত্রী। অভিযুক্ত যুবকের বাড়ি নন্দকুমার থানা এলাকায়।

ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। নিগৃহীতার বয়ান অনুযায়ী, ওই দিন দুপুরবেলা ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ফাঁকা জায়গা দেখে তার পথ আটকায় অভিযুক্ত যুবক। বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তা নাকচ করেন ওই কলেজ ছাত্রী। তারপরেই কলেজ ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে জড়িয়ে ধরেন ওই যুবক। অভিযোগ, সেই মুহূর্তের ছবি তুলে নেন অভিযুক্ত। বিয়ে না করলে সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হয় কলেজ ছাত্রীকে।

১ সেপ্টেম্বর নন্দকুমার থানায় এফআইআর দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কিনারা না হওয়ায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে! ছাত্রীর বাবা এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই যুবক নেশায় আসক্ত। দীর্ঘদিন ধরে এই উত্তপ্ত করে চলেছেন ওই কলেজ ছাত্রীকে। নেশা মুক্তি কেন্দ্রে ভর্তিও করে দেওয়া হয়। তারপরেও ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। অভিযুক্ত ও পরিবারের সদস্যরা সকলেই পলাতক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের বাড়িতে গিয়েও দেখা যায় দরজায় তালা।

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)