Rail Strike: অফিস টাইমে দু’ঘণ্টা পর্যন্ত দেরিতে চলে হাওড়াগামী লোকাল ট্রেন, নিত্যযাত্রীদের অবরোধে আটকে দূরপাল্লার ট্রেন
Rail Strike: রেল যাত্রীদের অভিযোগ, দু'মাস ধরেই তাঁরা বিভিন্ন সময়ে স্টেশন মাস্টার, রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানিয়েছেন। আশ্বাসও মিলেছে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি।
পূর্ব মেদিনীপুর: দক্ষিণ পূর্ব রেলের ভোগপুর স্টেশনে ট্রেন অবরোধ। চরম দুর্ভোগে নিত্যযাত্রীদের একাংশ। পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে অবরোধের জেরে দাঁড়িয়ে হাওড়া-সহ খড়গপুর, মেদিনীপুরগামী একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। অবরোধ করেছেন নিত্যযাত্রীদেরই একপক্ষ। তাঁদের অভিযোগ, প্রত্যেকদিনই এই রুটে লোকাল ট্রেন নির্ধারিত সময় মতো চলাচল করে না। অথচ এই স্টেশন থেকে বহু মানুষ ট্রেনে ওঠেন। বিভিন্ন জায়গায় কাজে যান। এমনকি অভিযোগ, কোনও কোনও সময় অফিস টাইমের লোকাল ট্রেনগুলি ২ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলে। অনেক ক্ষেত্রে পরীক্ষা দিতে যাওয়ার পথেও সমস্যা হয়। এই স্টেশন এলাকায় যাঁরা থাকেন, তাঁদের মূলত কাজের সূত্রে লোকাল ট্রেনেরও ওপরেই ভরসা করতে হয়।
রেল যাত্রীদের অভিযোগ, দু’মাস ধরেই তাঁরা বিভিন্ন সময়ে স্টেশন মাস্টার, রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানিয়েছেন। আশ্বাসও মিলেছে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি।
যাত্রীদের আরও অভিযোগ লোকাল ট্রেনগুলো সাঁতরাগাছি থেকে হাওড়া ঢুকতে কম করে ১ ঘণ্টা সময় নেয়। একাধিকবার রেলের আধিকারিকদের জানিয়েও কোনও কাজ না হওয়ায় সোমবার সপ্তাহের শুরুতেই ট্রেন অবরোধে সামিল হলেন নিত্যযাত্রীরা। এখনও চলছে অবরোধ ।
অফিসযাত্রীদের গাড়িতে কর্মস্থলে পৌঁছতে অনেকটাই খরচ হয়। আর যাঁরা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য, তাঁদের যাতায়াতের একমাত্র উপায় এই ট্রেনই। ফলে তাঁদের মারাত্মক সমস্যা হচ্ছে। এক যাত্রী বলেন, “আমাদের সাউথ ইস্টার্ন রেলে প্রত্যেক দিন ট্রেন এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলে। ট্রেন প্রায় দিনই বাতিল করে দেয়। ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। ট্রেন দেরিতে চললে, তার পরবর্তীতে কোনও ট্রেনও দেয় না। আমাদের হাওড়া ঢুকতে দেড় ঘণ্টা দেরি হয়।” এদিকে, ট্রেন অবরোধ করায় দূরপাল্লার ট্রেনের যাত্রীরা সমস্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, অবরোধ চলছে। এখনও পর্যন্ত রেলের তরফে কোনও আশ্বাস পাওয়া যায়নি।