Medical College Hospital: মহিলা ওয়ার্ডে ঢুকে হাসপাতালের বেডে শুয়ে থাকা মহিলার সঙ্গে ঘৃণ্য আচরণ, মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর কাণ্ড
Purulia: হাসপাতালের অন্যান্য মহিলা এবং পরিবারের লোকজন বাধা দিলে ওই স্বাস্থ্যকর্মী জানান, ওই মহিলার 'ভূত' ছাড়ানো হচ্ছে। রাতেই মৃত্যু হয় ওই আদিবাসী মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে।
পুরুলিয়া: অস্থায়ী স্বাস্থ্যকর্মীর মারে মৃত্যু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আদিবাসী মহিলার। ঘটনায় গ্রেফতার স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দী। মৃত মহিলার নাম সবিতা সিং সর্দার (৩৬) । বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার কদমা গ্রামে। বিয়ের পর বাপের বাড়িতে স্বামী দুই সন্তান এবং বাবা মায়ের সঙ্গে থাকতেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত মহিলার পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।
জন্ডিসে আক্রান্ত হয়ে গত রবিবার ২৪ তারিখ পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সবিতা সিং সর্দার । অভিযোগ, সোমবার বিকালবেলা হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দী তাঁর ডিউটি শেষ হয়ে যাওয়ার পর ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে বেড নম্বর(৩৮) গিয়ে ওই চিকিৎসাধীন ওই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
হাসপাতালের অন্যান্য মহিলা এবং পরিবারের লোকজন বাধা দিলে ওই স্বাস্থ্যকর্মী জানান, ওই মহিলার ‘ভূত’ ছাড়ানো হচ্ছে। রাতেই মৃত্যু হয় ওই আদিবাসী মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে।পুলিশ পরে ওই স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে গ্রেফতার করে। মঙ্গলবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা ।