Basati Bomb Recover: ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের ৫ তাজা বোমা উদ্ধার বাসন্তীতে!
South 24 pargana: সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চাতরাখালি গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা ছিল ড্রাম।
বাসন্তী: বারুদের স্তুপ বাসন্তী। শুক্রবারের পর ফের শনিবার উদ্ধার হল তাজা বোমা। শুধু বোমা নয়, সঙ্গে উদ্ধার হয়েছে বন্দুক। উদ্ধারকাজ চালিয়েছে পুলিশ। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চাতরাখালি গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা ছিল ড্রাম। সেই ড্রামটি ঘাঁটতেই উদ্ধার হয় পাঁচটি তাজা বোমা। ওই এলাকায় বোমাগুলি উদ্ধার হতেই আতঙ্ক ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাসন্তী থানার পুলিশ। বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কারা সেই বোমাগুলি রেখেছে তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল অর্থাৎ শুক্রবার ব্যাগ ভর্তি বোমার হদিশ মেলে দক্ষিণ ২৪ পরগনা মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পানিখালিতে। কয়েকদিন আগে সেখানে সর্দার পাড়ায় বাড়ির মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরণ ঘটায় মৃত্যু হয়েছিল ফারুক সর্দার নামের এক যুব তৃণমূল কর্মীর। এই ঘটনায় হায়দার গাজি নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে।
বস্তুত, গত ৭ তারিখ অর্থাৎ বুধবার তল্লাশি চালিয়ে বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করছে বাসন্তী থানার পুলিশ। ওই দু’জন সম্পর্কে দুই ভাই বলেই খবর। অভিযুক্ত দু’জনের নাম শুভেন্দু মণ্ডল ও সুশান্ত মণ্ডল। এদিন, রাত্রিবেলা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আইসি আবদুর রব খানের নেতৃত্বে বিশালপুলিশ বাহিনী তল্লাশি চালায় গোটা এলাকায়।
পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ৬ নম্বর সোনাখালীর বাসিন্দা শুভেন্দু মণ্ডলের বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত রাখা রয়েছে। এমন খবর পাওয়া মাত্র বাসন্তী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ শুভেন্দু মণ্ডলের বাড়িতে হানা দেয়। তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করে অভিযুক্ত। পাশপাশি এও জানায় ওই অস্ত্রগুলি সে তার ভাই সুশান্ত মণ্ডলের কাছে রাখতে দিয়েছে।
আরও পড়ুন: Basanti Mischief arrested: ৩ দিন পর ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, বাসন্তীতে গ্রেফতার দুই ভাই