Bomb Recover: কলাবাগানের ধারে পড়ে বালতি ভর্তি বোমা, তীব্র আতঙ্ক গোটা এলাকায়
South 24 pargana: বারে-বারে উত্তপ্ত হয়েছে বাসন্তী

বাসন্তী: আবারও বালতি ভর্তি বোমা উদ্ধার বাসন্তীতে। কোথা থেকে এতগুলো বোমা এল তা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বারে-বারে উত্তপ্ত হয়েছে বাসন্তী। বোমাবাজি, গোলাগুলিতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। তারপরেও দুষ্কৃতী দৌরাত্ম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এরপর ফের বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে ফলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নেবুখালি গ্রামের একটি নির্জন কলাবাগানের মধ্যে বালতিতে তাজা বোমা রাখা রয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কোথা থেকে এত বোমা এল সেই নিয়ে তা ঠাউর করতে পারেননা কেউ।
এলাকাবাসীরাই খবর দেয় পুলিশে। সাথে সাথে সেই বোমার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার অন্তর্গত নির্দেশখালি ক্যাম্পের পুলিশকর্মীরা। কলা বাগানটি পুলিশ ঘিরে রাখে। দেখা যায় বালতিতে রয়েছে প্রায় ৯টির মতো তাজা বোমা।
দুষ্কৃতীরাই মূলত এলাকায় দুষ্কর্ম করার জন্য বোমাগুলি নির্জন ওই বাগানের বালতিতে লুকিয়ে রেখে দিয়েছিল। কে বা কারা বোমাগুলি সেখানে রেখেছিল তা জানতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশকর্মীরা। সেই সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করতে সিআইডি-র বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
দুষ্কৃতী কার্যকলাপে বারবার নাম জড়িয়েছে জেলার। উপনির্বাচনের মাত্র একদিন আগেও বাসন্তীতে উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র। বাসন্তী থানার অন্তর্গত সাতকেওড়া হায়দার মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অস্ত্রমজুতের (Arms Smuggling) ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
বাসন্তী থানার পুলিশ জানায়, দুপুরে বিশেষ সূত্রে খবর পেয়ে সাতকেওড়া গ্রামেরব বাসিন্দা হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। তদন্তকারীদের কাছে আগেই খবর ছিল, হান্নান মোল্লা কোনও নাশকতার ছক কষতেই অস্ত্র মজুত করছে। সেইমতোই অভিযান চালিয়ে হান্নানের বাড়িতে হানা দেয় পুলিশর।
সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি দেশজ বন্দুক-সহ অন্যান্য বেশ কিছু অস্ত্র। হান্নানের বাড়িটি গোটা ঘিরে ফেলে পুলিশ। চলে তল্লাশিও। গ্রেফতার করা হয় হান্নানকে। হান্নান কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই বন্দুক ও আগ্নেয়াস্ত্র আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Loket Chatterjee: ‘সন্ধান চাই’, লকেট চট্টোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার





