ISF-TMC Clash: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, ISF-BJP-র সংঘর্ষে আহত একাধিক

ISF-TMC Clash: উল্টোদিকে আইএসএফ কর্মীদের দাবি, তৃণমূল সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তারা এলাকায় তাঁদের দলীয় পতাকা লাগানোর নাম করে আইএসএফ কর্মীদের বাজে ভাষায় কথা বলে। এমনকী তাঁদের কর্মীদেরকে মারধর করে।

ISF-TMC Clash: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, ISF-BJP-র সংঘর্ষে আহত একাধিক
আইএসএফ-তৃণমূলের সংঘর্ষ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 11:17 AM

ভাঙড়: ফের আইএসএফ (ISF) ও তৃণমূলের (TMC) মধ্যে সংঘর্ষ। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল। ঘটনায় আহত হয়েছেন বেশ দু’পক্ষের বেশ কয়েকজন কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তরফ থেকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকায় আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। তৃণমূলের দাবি এলাকায় তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় আচমকাই আইএসএফের কর্মীরা তাঁদেরকে মারধর করে।

উল্টোদিকে আইএসএফ কর্মীদের দাবি, তৃণমূল সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তারা এলাকায় তাঁদের দলীয় পতাকা লাগানোর নাম করে আইএসএফ কর্মীদের বাজে ভাষায় কথা বলে। এমনকী তাঁদের কর্মীদেরকে মারধর করে।

এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক আইএসএফ কর্মী বলেন, “তৃণমূলের কয়েকজন ছেলে সকালবেলা পতাকা লাগাচ্ছিল। সেই সময় আমি বলি তোরা ছোট ছোট গাছে ডালে পতাকা না লাগিয়ে বড় ডালে লাগা। এরপরই গন্ডগোল শুরু হয়। ওরা আমাদের মারধর করে।” অপরদিকে তৃণমূলের দাবি, আই এসএফ কর্মীরা তাঁদের প্রথম মারধর করেছে।