Brtya Basu: ‘অনুপ্রবেশকারী’র পর ‘পরিযায়ী’, আচার্য বোস নিযুক্ত উপাচার্যদের কটাক্ষ ব্রাত্যর
Brtya Basu: রাজ্যের শিক্ষাদফতরকে না জানিয়েই অন্তবর্তী উপাচার্য নিয়োগ করছেন আচার্য বোস। এই অভিযোগ তুলে প্রাথমিকভাবে সরবও হয়েছিল তৃণমূল। একাধিকবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরব হয়েছেন। এই জল্পনার মধ্যে ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে।
কুলতলি: রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব নতুন নয়। এর আগে আচার্য সি ভি আনন্দ বোস কর্তৃক নিযুক্ত অন্তবর্তীকালীন উপাচার্যদের ‘অনুপ্রবেশকারী’ বলে কটাক্ষ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তাঁদের ‘পরিযায়ী উপাচার্য’-এর তকমা দিলেন রাজ্যের মন্ত্রী।
প্রসঙ্গত, আজ রাজ্যের ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়ে যায়। এতদিন মোট ৬২৪টি বিএড কলেজ ছিল। তার মধ্যে একধাক্কায় ২৫৩টি কলেজের অনুমোদন বাতিল হয়। সেই প্রেক্ষিতে বলতে গিয়ে ব্রাত্য বলেন, “কাদের বাতিল হয়েছে বলতে পারব না। পরিযায়ী উপাচার্যরা রাজ্যের সিস্টেম খারাপ করতে পারে। সবাই জানে যে স্কুলের চাকরি পাওয়ার জন্য বিএড করা আবশ্যক। ফলে কী হয়েছে, কেন হয়েছে জানি না। দফতর থেকে একটা তদন্ত করে দেখব।”
উল্লেখ্য়, রাজ্যের শিক্ষাদফতরকে না জানিয়েই অন্তবর্তী উপাচার্য নিয়োগ করছেন আচার্য বোস। এই অভিযোগ তুলে প্রাথমিকভাবে সরবও হয়েছিল তৃণমূল। একাধিকবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরব হয়েছেন। এই জল্পনার মধ্যে ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে।