Shaukat Molla: ‘আপনারা আমায় বিশ্বাস করেন?’ উত্তর শুনে সওকত বললেন, ‘ইডি-সিডি দিয়ে সওকাত মোল্লাকে চমকানো যাবে না’

South 24 pargana: ক্যানিং ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার মঠেরদিঘি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ।

Shaukat Molla: 'আপনারা আমায় বিশ্বাস করেন?' উত্তর শুনে সওকত বললেন, 'ইডি-সিডি দিয়ে সওকাত মোল্লাকে চমকানো যাবে না'
ক্যানিংয়ে বক্তব্য রাখছেন সওকত মোল্লা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 8:20 PM

ক্যানিং: আবারও বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। একটি সভা থেকে তিনি বলেন, ‘ইডি-সিডি দিয়ে সওকাত মোল্লাকে ধমকানো চমকানো যাবে না।’ তাঁর এই মন্তব্যর পর পাশে দাঁড়াতে দেখা গেল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে। তিনিও জানান, ‘মাথা উঁচু করে যাবো মাথা উঁচু করে আসব।’

ক্যানিং ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার মঠেরদিঘি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ। যেখানে  উপস্থিত হয়েছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা সহ একাধিক বিধায়করা। প্রত্যেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে ভৎসনা করে সওকাত মোল্লার পাশে থাকার অঙ্গিকার করেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লাকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। নির্দিষ্ট দিনে নিজাম প্যালেসে উপস্থিত হয়নি বিধায়ক। পনেরো দিনের সময় নিয়ে সওকাত মোল্লা হাজিরা এড়িয়ে যান। এই অবস্থায় প্রচুর মানুষকে নিয়ে এদিন রাজনৈতিক সমাবেশ যথেষ্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

শুক্রবার ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কুলতলি, বারুইপুর, মগরাহাট, জয়নগর সহ একাধিক এলাকার বিধায়করা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি এ দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ইডি সিডি দিয়ে সওকাত মোল্লাকে ধমকানো চমকানো যাবে না। সাধারণ মানুষ, আমরা সকলে সওকাতের সঙ্গে আছি। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত সকল বিধায়করা সওকাত মোল্লার পাশে আছে বলেও জানান।’ এ দিন বক্তব্য রাখতে গিয়ে সওকাত মোল্লা প্রথমে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের সমর্থন আদায় করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমাকে বিশ্বাস করেন তো?’ সওকাত মোল্লার প্রশ্নে উপস্থিত জনতা আওয়াজ দিয়ে তাঁকে সমর্থন জানায়। এরপর সওকাত মোল্লা একরকম বিজেপিকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘মাথা উঁচু করে যাব। মাথা উঁচু করে আসব। আমি এমন কোনও অন্যায় করিনি যে বিজেপির দালাল দিয়ে আমাকে ফাঁসানো যাবে।’ নাম না করে সিবিআইকে বিজেপির দালাল বলেন তিনি। এই বিষয়ে বিজেপির কারোর প্রতিক্রিয়া মেলেনি।