Sonarpur: চলছিল বোম বানানোর প্রস্তুতি, পুরনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই গ্রেফতার ৩

South 24 Pargana: স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় কিছু অচেনা লোকেদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। পুরভোটের আগে আগেই এভাবে বাইরের লোকদের দেখতে পেয়ে বেশ কিছুটা সন্দেহও হয়েছিল অনেকের

Sonarpur: চলছিল বোম বানানোর প্রস্তুতি, পুরনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই গ্রেফতার ৩
বোমা তৈরির মশলা উদ্ধার, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 1:31 PM

দক্ষিণ ২৪ পরগনা:  কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে পারে রাজপুর সোনারপুর পুরসভা ভোটের নির্ঘণ্ট। সেই নির্ঘণ্ট ঘোষণার আগেই বোম বানাতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ৩ দুষ্কৃতী।  চাঞ্চল্যকর ঘটনাটি সোনারপুর পুরসভার (Sonarpur Municipal Corporation) ৪ নম্বর ওয়ার্ডের।

সোনারপুর পুলিশ সূত্রে খবর, ৪ নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে  বেশ কিছুদিন ধরে এলাকাটি নজরে রেখেছিলেন তদন্তকারীরা। কোথায় কারা যাতায়াত করছেন তাও নজরে রাখা হচ্ছিল। এরপরেই মঙ্গলবার রাতে ৪ নম্বর ওয়ার্ড থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই তিন দুষ্কৃতী বোমা বাঁধার কাজ করছিল। তিনজনের কাছ থেকেই বোমা বাধার মশলা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতদের প্রত্যেকেরই বয়স একুশের আশেপাশে। সুমন মিস্ত্রি, পার্থ দাস, ভিকি সর্দার নামে ওই তিন যুবককে বুধবার বারুইপুর আদালতে তোলা হবে। তবে ধৃতদের এখনও কোনও রাজনৈতিক পরিচয় জানা সম্ভব হয়নি। বোমা বাধার এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় কিছু অচেনা লোকেদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। পুরভোটের আগে আগেই এভাবে বাইরের লোকদের দেখতে পেয়ে বেশ কিছুটা সন্দেহও হয়েছিল অনেকের। কিন্তু সেভাবে অতটা গুরুত্ব দেননি কেউ। অবশেষে, বুধবার সমস্ত সত্যিটা সামনে আসে।

তবে সোনারপুরে বোমা তৈরি বা বোমা উদ্ধার নতুন কোনও ঘটনা নয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে আগেই উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত  হন দুই সিআইডি-র বম্ব স্কোয়াডের কর্তা। সেবার সোনারপুর পুরসভারে খেয়াদহ এলাকায় তল্লাশি চালিয়ে দুই ড্রাম বোমা উদ্ধার করেছিল পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে ওই বোমা উদ্ধার করেছিলেন নরেন্দ্রপুর থানার পুলিশকর্মীরা। ভোটের পর সন্ত্রাসের আবহ তৈরি করতেই ওই বোমা মজুত করা হচ্ছিল বলে অনুমান করেছিলেন তদন্তকারীরা। ফের, পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এভাবে বোমা উদ্ধারের ঘটনায় কার্যত আরও কড়া প্রশাসন।

আরও পড়ুন: Kolkata Police: সবচেয়ে সুরক্ষিত! তবুও প্রশ্ন, শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা বসাতে ব্যর্থ কলকাতা পুলিশ

আরও পড়ুন: Dilip Ghosh on Akhilesh Yadav & Mamata Banerjee Meeting: ‘কিঁউ পরে হো চক্কর ম্যায়, কোই নেহি হ্যায় টক্কর মে…অখিলেশ লোক নিয়ে ভিড় করছে’

আরও পড়ুন: Abhishek Banerjee on Goa: ‘আমি আত্মবিশ্বাসী…গোয়াবাসীর সেবায় ও উন্নয়নের পথে এগিয়ে যাব’