TMC Clash : শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, দুই যুব তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ

TMC Clash : মারধরের জেরে রোসনের মাথা ফেটে যাওয়ায় তাঁকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

TMC Clash : শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, দুই যুব তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 11:04 PM

বাসন্তী : সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। জেলায় জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরইমধ্য়ে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা গোষ্ঠীদ্বন্দ্বের খবর অস্বস্তি বেড়েছে শাসক তৃণমূলের (Trinamool Congress)। এরইমধ্যে এবাক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত বাসন্তী। ঝরল রক্ত। দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ দলেরই লোকেদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কাঁঠাল বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়াপোল এলাকায়। 

একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই মারামারির ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। স্থানীয় দুই যুব তৃণমূল কর্মী হাসেম সর্দার ও তার ভাই রোসন সর্দারকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করার অভিযোগ উঠেছে এলাকার আদি (মাদার) তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করেছেন হাসেম-রোসনরা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মারধরের জেরে রোসনের মাথা ফেটে যাওয়ায় তাঁকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হাসেমকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছে বাসন্তী থানার পুলিশ। হাসপাতালের বেডে বসেই আহত হাসেম সর্দার জানান, “আমরা যুব তৃণমূল করি। একটা মোবাইলকে কেন্দ্র করে আজ ঝামেলার সূত্রপাত। আমাদের মারধর করেছে স্থানীয় মাদার তৃণমূলের লোকজন। আমরা যুব তৃণমূল করি বলেই ওদের রাগ। মোবাইল ঘাঁটাকে ইস্যু করে আমাদের বেধড়ক মারা হয়েছে। প্রায় ১০-১২ জন মিলে লোহার রড দিয়ে মেরেছে। আমাকে আমার মেজ ভাইকে মেরেছে।”