Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তার হাঁটুজলে মুখ থুবড়িয়ে পড়েছিলেন যুবক, তখনও বোঝেননি ‘পতনের’ শেষ কোথায়…

Road Accident: স্থানীয়দের অভিযোগ, পালপাড়া গ্রামের একাধিক রাস্তা দীর্ঘদিনের সংস্কারের অভাবে কঙ্কালসার অবস্থা৷ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।

রাস্তার হাঁটুজলে মুখ থুবড়িয়ে পড়েছিলেন যুবক, তখনও বোঝেননি 'পতনের' শেষ কোথায়...
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 7:56 PM

উত্তর দিনাজপুর: দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা। বর্ষায় কোথাও হাঁটু অবধি, কোথাও কোমর অবধি ডুবে থাকে জলে। সুস্থভাবে হাঁটাচলার উপায় নেই। সেই জমা জলেই পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু (Death) হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়া গ্রামে। যুবকের মৃত্যুতে বিক্ষোভ এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, পালপাড়া গ্রামের একাধিক রাস্তা দীর্ঘদিনের সংস্কারের অভাবে কঙ্কালসার অবস্থা৷ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শনিবার রাতে বৃষ্টির সময় শম্ভু ঘোষ নামে বছর বত্রিশের এক যুবক জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যান। রাস্তার কোথাও পড়ে থাকা কোনও পাথর বা শক্ত কিছুতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান শম্ভু। তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন সকলে। ততক্ষণে সব  শেষ! জলের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা যান (Death) তিনি। স্থানীয়রা প্রথমটা বুঝতে পারেননি যে শম্ভু মারা গিয়েছেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শ্বাসরোধ হয়েই শম্ভুর মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। রবিবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ করতে শুরু করেন এলাকাবাসী।

স্থানীয় এক বাসিন্দার কথায়, “শম্ভু আমাদের পাড়ার ছেলে। দিনের পর দিন দেখে আসছি রাস্তা খারাপ। বলে বলেও কিছু হয় না। কত প্রশাসন এল আর গেল! একটা কাজও হয়নি। রাস্তার জমা জলে ডুবে কেউ মারা (Death) যেতে পারে ভাবতে পেরেছিল কেউ! প্রশাসন এখনও কোনও পদক্ষেপ করেনি। রাস্তা যেমনকার তেমনিই পড়ে রয়েছে। তাই আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। হয় প্রশাসন আমাদের নির্দিষ্ট সময় দিনক্ষণ জানিয়ে রাস্তা মেরামত করবে অথবা আমরা বিক্ষোভ চালিয়ে যাব।” যদিও, এই ঘটনায় জেলা প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: পাশবিক ‘নীতিপুলিশি’! চুরির অভিযোগে ২ যুবককে চাবুক দিয়ে মার