Raiganj Hospital: মোবাইল ‘চোর’ সন্দেহে মদ্যপ যুবককে উত্তম মধ্যম, চাঞ্চল্য রায়গঞ্জ হাসপাতাল চত্বরে
Raiganj Hospital: ওই চত্বরেই এক যুবককে ইতঃস্তত ঘোরাফেরা করতে দেখেছিলেন রোগীর পরিজনরা। তিনি আবার মদ্যপ ছিলেন। ফলে তাঁর ওপর সন্দেহ আরও প্রবল হয়।
উত্তর দিনাজপুর: মোবাইল চোর সন্দেহে মদ্যপকে ঘেরাও করে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। এমএসভিপির অফিসের সামনে রোগীর পরিজনদের বিশ্রাম ঘরে বেশ কয়েকজন রোগির আত্মীয় বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে এক ব্যক্তি মোবাইল খুঁজে পাচ্ছিলেন না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই চত্বরেই এক যুবককে ইতঃস্তত ঘোরাফেরা করতে দেখেছিলেন রোগীর পরিজনরা। তিনি আবার মদ্যপ ছিলেন। ফলে তাঁর ওপর সন্দেহ আরও প্রবল হয়। তাঁকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। কিন্তু মদ্যপ থাকায় তিনিও ঠিক মতো কোনও প্রশ্নের উত্তর দিতে না পারায় রোগীর পরিজনরা তাঁকে বেঁধে রেখে মারধর করতে থাকেন বলে অভিযোগ।
রাতে বিশ্রাম নেওয়ার ঘরে শুয়ে থেকে ওই যুবকই মোবাইল চুরি করেছেন বলে অভিযোগ। তাঁর কাছ থেকে মোবাইল উদ্ধারের জন্য চেষ্টা করতে থাকেন রোগীর পরিবারের আত্মীয়রা। হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই ব্যাক্তি মোবাইল চুরির বিষয় অস্বীকার করতে থাকেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর কাছ থেকে যদিও কোনও মোবাইল উদ্ধার হয়নি। রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে।
এদিকে, রোগীর আত্মীয়দের অভিযোগ, নিত্যই হাসপাতাল চত্বর থেকে মোবাইল-টাকা পয়সা চুরি যায়। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। পুলিশ খতিয়ে দেখছে আদৌ ওই যুবক মোবাইল চুরি করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও বড় চক্র সক্রিয়। আপাতত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।