Raiganj University: মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণা’য় আচমকা বিশ্ববিদ্যালয় মুড়ে গেল টিএমসিপির পতাকা-ফেস্টুনে!
North Dinajpur: নেই ছাত্র সংসদ, অথচ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন যেন জানান দিতে চাইছে নিজেদের উপস্থিতি।
রায়গঞ্জ: তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির দলীয় পতাকা আর ফেস্টুন বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University)। ছাত্র সংসদের নির্বাচন হয়নি, তাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনকি প্রশাসনিক ভবনের সামনে রাজনৈতিক পতাকায় ছয়লাপ। এ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব অন্যান্য ছাত্র সংগঠন। এমনকী এর জন্য বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিরোধী ছাত্র নেতৃত্ব।
কেন উড়ছে পতাকা? কেন বিশ্ববিদ্যালয় জুড়ে ফেস্টুনে ছয়লাপ?
নেই ছাত্র সংসদ, অথচ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন যেন জানান দিতে চাইছে নিজেদের উপস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের এই পতাকা ও ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে চরম বিতর্ক দেখা দিয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে।
বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে খবর। তাছাড়া এ নিয়ে সরব এসএফআই। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘অনুপ্রেরণা’য় হয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্রছাত্রীরা দলীয় পতাকা লাগানো এমন কিছু গর্হিত কাজ নয় বলে পালটা দাবি টিএমসিপির।
কী বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
ছোটরা ভুল করেছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে স্নেহের সুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারের কথায়, “ছোট ছেলেমেয়েরা কী করেছে খোঁজ- খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে”।
দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে। ২০১৫ সালে রায়গঞ্জ কলেজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে রাজ্য সরকার। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী পঠন পাঠন করেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখনও হয়নি ছাত্র সংসদের কোনও নির্বাচন। নেই কোনও ছাত্র সংসদ। তবে বকলমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিচালনা করে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ভিতর- বাইরে তৃণমূল ছাত্র পরিষদের হঠাৎ এই পতাকা লাগানোর ধুম, তার পর প্রশাসনিক ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলনের ঘটনায় বিতর্ক তো রয়েইছে। হঠাৎ কেন এমন ‘কর্মযজ্ঞ’, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এ নিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক সৌভিক রায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে ছাত্র পরিষদ। রাজ্যপালের কাছেও অভিযোগ জানানো হচ্ছে বলে এবিভিপি নেতৃত্ব জানিয়েছে। টিএমসিপির নেতৃত্বে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অন্য বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলির আন্দোলনে বাধা দেওয়া ও গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ তুলে এসএফআই-র।
তবে তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অনুপ করের দাবি, “ছাত্রছাত্রীদের প্রতি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর উদারতা ও সহানুভূতি দেখে ছাত্রছাত্রীরা আবেগপ্রবণ হয়ে পতাকা লাগিয়েছে। এটা এমন কোনও দোষের নয়”।
আরও পড়ুন: Asansol Municipal Election: দুয়ারে পুরভোট, কাস্তে-হাতুড়ি ছেড়ে ঘাসফুলের তলায় তিনবারের কাউন্সিলর