Bangladesh News: ধর্ষণের ভিডিয়ো অনলাইনে শেয়ার অভিযুক্তের স্ত্রীর! এরপর নির্যাতিতা যা করলেন, দেখে মাথায় হাত পরিবারের
Physical Assault Case: জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে ওই গ্রামের বাসিন্দা নুরুল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এমনকী তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে নুরুল আগেই থেকেই বিবাহিত এবং তাঁর স্ত্রী এই তরুণীর সঙ্গে নুরুলের শারীরিক সম্পর্কের কথা জানত।
নারায়ণগঞ্জ: মাঝেমধ্যেই সংবাদপত্র খুললে ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা আমাদের চোখে পড়ে। অনেক সময় দেখা যায় যৌন নিগ্রহ বা ধর্ষণ করার সময় অপরাধী ঘটনার মুহূর্তের ভিডিয়ো তুলে রাখে এবং পরবর্তীকালে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার এক তরুণীকে ধর্ষণের মামলা রুজু করার চারদিনের মাথায় এমন মর্মান্তিক অবস্থার মুখোমুখি হতে হয়েছে, যা পাড়া-পড়শিরা এখনও মেনে নিতে পারছেন না। পুলিশের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ জানানোর ৪ দিনের মধ্যেই তাঁর শারীরিক নির্যাতনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে আততায়ীরা। ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ঠিক একদিন পর ঝুলন্ত অবস্থায় নির্যাতিতা তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালের তরুণীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে সকাল ১০টা নাগাদ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী একটি নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে থেকে বড় হয়েছে। তাঁর বাবা দিন মজুরের কাজ করেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে ওই গ্রামের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এমনকী তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে ওই ব্যক্তি আগেই থেকেই বিবাহিত ছিলেন এবং তাঁর স্ত্রী এই তরুণীর সঙ্গে ওই ব্যক্তির শারীরিক সম্পর্কের কথা জানত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে বলেই অভিযোগ পরিবারের। তরুণী বিয়ের কথা বললে অস্বীকার করেছিল ওই ব্যক্তি। দীর্ঘদিন ধরে মেয়ের ওপর চলা এই নির্যাতনের খবর শোনার পর তরুণীর মা ওই ব্যক্তির নামে স্থানীয় থানায় মামলা করেছিল। মামলা হওয়ার পর গত রবিবার অভিযুক্তের স্ত্রী ও পরিবারের এক সদস্য মিলে তরুণীকে ধর্ষণের ভিডিয়ো সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। এই ঘটনার ঠিক পরের দিন ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সকলেই এই মুহূর্তে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।