COVID Vaccination: মোদীই অনুপ্রেরণা, হাসিনা জন্মদিনেও রেকর্ড সংখ্যক টিকাকরণের পরিকল্পনা ওপার বাংলায়
Mass Vaccination on PM Sheikh Hasina's Birthday: সরকারের তরফে জানানো হয়েছে, ওই দিন কেবল টিকার প্রথম ডোজ় দেওয়া হবে। চিন থেকে আমদানি করা সিনোফার্মের করোনা টিকা দেওয়া হবে।
ঢাকা: ভারতের অনুকরণেই প্রতিবেশী দেশেও প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড টিকাকরণের পরিকল্পনা নেওয়া হল। ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)-র জন্মদিন। আর এই দিনেই বিশাল টিকাকরণ কর্মসূচির (Mass Vaccination) পরিকল্পনা করা হয়েছে।
রবিবার দুপুরেই এই টিকাকরণ কর্মসূচির কথা জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দেশের ৮০ লক্ষ নাগরিককে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সমস্কত পৌরসভা, সিটি কর্পোরেশন ও ইউনিয়ন মিলিয়েই এই গণটিকাকরণ কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যেই যারা টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।