তালিবানে যোগ দেওয়ার হিড়িক বাংলাদেশীদের মধ্যে, অনুপ্রবেশ রুখতে সতর্ক করা হল বিএসএফকে

সূত্রের খবর, তালিবানদের তরফেও বাংলাদেশী যুবকদের তাদের সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে । বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফেও গোটা বিষয় নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

তালিবানে যোগ দেওয়ার হিড়িক বাংলাদেশীদের মধ্যে, অনুপ্রবেশ রুখতে সতর্ক করা হল বিএসএফকে
সীমান্তে কড়া বিএসএফ প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 8:19 AM

নয়া দিল্লি: আফগানিস্তান তালিবান(Taliban)-র দখলে যেতেই বাংলাদেশের বিচ্ছিনতাবাদীদের মধ্যেও তালিবানে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। একাধিক বাংলাদেশী যুবক ইতিমধ্যেই আফগানিস্তান(Afghanistan)-র উদ্দেশ্যে রওনা দিয়েছে। কাঁটাতারের ফাক দিয়েই তারা ভারতে প্রবেশ করতে পারে, এই সম্ভাবনায় ইন্দো-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) পাহারারত বিএসএফ(BSF)-কে সতর্ক করা হল।

ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “এই যুবকেরা যে কোনও প্রকারে আফগানিস্তানে পৌঁছতে চাইছে। আমাদের কাছে নির্দিষ্ট সংখ্যা না থাকলেও সূত্রের খবর, তারা ভারতে প্রবেশ করে সেখান থেকেই আফগানিস্তান যাওয়ার চেষ্টা করবে। সেই কারণেই ভারতীয় বিএসএফ বাহিনীকে সতর্ক করা হয়েছে।”

বাংলাদেশের তরফে সতর্কবার্তা পাওয়ার পরই সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সীমান্ত রক্ষা বাহিনীর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এসএস গুলেরিয়া বলেন, “আমাদের বাহিনী সতর্ক রয়েছে। এখনও অবধি কোনও বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করাল হয়নি, তবে কড়া নজরদারি চালানো হচ্ছে।”

জিআইজি গুলেরিয়া জানান, তালিবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পরই বেশ কিছু বাংলাদেশী যুবক তালিবান সংগঠনে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এবং দেশ ছেড়ে আফগানিস্তানে পালানোর চেষ্টা করছে বলে জানানো হয়েছে বাংলাদেশের তরফে। আমরা খবর পেতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছি। যেখানে কাঁটাতারে বেড়া নেই, সেই সমস্ত জায়গায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে।

সূত্রের খবর, তালিবানদের তরফেও বাংলাদেশী যুবকদের তাদের সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে । বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফেও জানানো হয়েছে, গোটা বিষয়টির উপরে তারা কড়া নজরদারি চালাচ্ছেন।

এক বিএসএফ আধিকারিক বলেন, “বাংলাদেশের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন প্রচার চালাচ্ছে যে আমেরিকাকে হারিয়ে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। বাংলাদেশ প্রশাসন বিগত বছর গুলি ধরে এই সংগঠনগুলিকে দমন করে আসলেও গোপনে তারা বরাবরই তালিবানের সঙ্গে যোগাযোগ রেখে এসেছে, তার প্রমাণ মিলছে এখন।”

সূত্রের খবর, বেশ কিছু বাংলাদেশী ভারতে প্রবেশের চেষ্টা করছে আফগানিস্তান যাওয়ার জন্য। তাদের মতে, ভারত থেকে সহজে আফগানিস্তান যাওয়ার ভিসা পাওয়া যায়। এছাড়াও নিজেদের দেশের প্রশাসনের চোখ এড়ানোও সহজ, সেই কারণেই তারা বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

কেবল বিএসএফ-ই নয়, রাজ্যের সঙ্গেও টাকি, বনগাঁ পেট্রাপোল সহ একাধিক বাংলাদেশ সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ পুলিশকেও সতর্ক করা হয়েছে। তবে রাজ্য পুলিশের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি।

উল্লেখ্যে, ২০ বছর আগেও যখন আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবানরা, সেই সময়ও বাংলাদেশ ছেড়ে বহু যুবক আফগানিস্তানে পালিয়ে গিয়েছিল এবং তালিবান সংগঠনে নাম লিখিয়েছিল। ফের একবার একই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ভারত ও বাংলাদেশ- দুই দেশই সতর্ক হয়ে গিয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। আরও পড়ুন: গোটা দেশে যদি ছড়ায় প্রতিরোধের আঁচ! তড়িঘড়ি পঞ্জশীর দখলে শতাধিক সেনা পাঠাল তালিবান