লকডাউনে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কড়া পদক্ষেপ হাসিনা সরকারের
১৪ থেকে ২১ এপ্রিল, এই ৭ দিন সব সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।
ঢাকা: ভারতের মতো বাংলাদেশেও বেলাগাম করোনা (COVID)। সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৭ দিন পুরোপুরি লকডাউনের পথে হেঁটেছে হাসিনা প্রশাসন। এই ৭ দিন কোনও শাখা খোলা থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশে ব্যাঙ্ক। তবে গ্রাহক পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং ও এটিএম সর্বক্ষণের জন্য খোলা থাকবে।
এই ৭ দিন বৈদেশিক মুদ্রা লেনদেন করার জন্য শাখা খোলা থাকবে। আমদানি ও রফতানির জন্য বিমানবন্দরের পাশের শাখাগুলিও খোলা থাকবে বলে জানা গিয়েছে। তবে বাংলাদেশ ব্যাঙ্ক শাখা খোলা রাখার বিষয়ে কোনও নির্দেশনা দেবে না। বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র সে দেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমদানি ও রফতানির জন্য চাহিদা মেনে ব্যাঙ্ক খোলা রাখলেও উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
১৪ থেকে ২১ এপ্রিল, এই ৭ দিন সব সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। এখনও লকডাউনেই রয়েছে বাংলাদেশ। তবে একাধিক সরকারি অফিস বন্ধ থাকলেও ব্যাঙ্ক খোলা রয়েছে। এ দিন ব্যাঙ্ক খোলা ছিল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আগামিকালও একই সময়ে ব্যাঙ্ক খুলবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত খালেদা জিয়া, চলছে চিকিৎসা