Bangladesh Constitution Day: কলকাতায় উদযাপিত হল বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস
এই অনুষ্ঠান উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভার বিষয়বস্তু ছিল “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা”। অনুষ্ঠানের শুরুতেই সকলে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তিতে মাল্যদান করেন। এর পর আন্দালিব ইলিয়াস-এর সভাপতিত্বে সংবিধান দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা: কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে উদযাপন করা হল জাতীয় সংবিধান দিবস। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভার বিষয়বস্তু ছিল “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা”। অনুষ্ঠানের শুরুতেই সকলে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তিতে মাল্যদান করেন। এর পর আন্দালিব ইলিয়াস-এর সভাপতিত্বে সংবিধান দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
এই আলোচনা সভায় ভারতের বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত জানিয়েছেন, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান যে দিন গৃহীত হয়েছিল, সে দিন বাংলাদেশের সংসদে তিনি উপস্থিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জামাত ইসলামির ষড়যন্ত্র চলছে বলেও মত তাঁর। বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণের জন্য বাংলাদেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
এই আলোচনা সভায় বাংলাদেশের সংবিধান রচনায় বঙ্গবন্ধুর দর্শনের কথা উঠে এসেছে। বাংলাদেশের সংবিধানের গুরুত্বও আলোচিত হয়েছে।