Alibaba AI Qwen 2.5 Max: আমেরিকার সঙ্গে যুদ্ধ চাইছে চিন? ডিপসিকের পরে আলিবাবা বাজারে আসতেই শুরু জল্পনা
Alibaba AI Qwen 2.5 Max: চিনের আরেক সংস্থা আলিবাবা। সম্প্রতি লঞ্চ করল তাঁদের কুয়েন 2.5-ম্যাক্স এআই মডেল। যা নাকি ডিপসিক এবং চ্যাটজিপিটির চেয়েও ভাল।

AI-এর দুনিয়ায় যেন হঠাৎ করেই চিনা বিপ্লব। কয়েকদিন আগেই চিনা চ্যাটবট ডিপদিক বিপাকে ফেলেছিল আমেরিকার NIVIDIA কে। ধস নামিয়েছিল তাদের শেয়ারে। সেই বিপদ সামলে ওঠার আগেই, আরও এক চ্যালেঞ্জের মুখে আমেরিকা। আরেক চিনা সংস্থা আলিবাবা প্রকাশ্যে এনেছে তাঁদের নতুন এআই মডেল।
আমেরিকা যখন তাঁদের চ্যাটবট চ্যাট জিপিটি নিয়ে এসেছিল, তখন বাজারে আর কেউ ছিল না। পরবর্তীতে গুগল জেমিনি, মেটা বা অ্যামাজন তাঁদের চ্যাটবট বাজারে নিয়ে আসলেও তা চ্যাটজিপিটির বাজারে খুব একটা প্রভাব ফেলেনি। কিন্তু সব অঙ্ক পালটে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে চিনের প্রবেশের সঙ্গে সঙ্গেই। প্রথমে ডিপসিক এখন আলিবাবা! যেন এক এআই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যাকে নিয়ে এত কথা, সেই আলিবাবা আসলে কী জানেন?
ডিপসিক, যা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, এখন চীনের আলিবাবা কুয়েন 2.5-ম্যাক্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আলিবাবা দাবি করেছে যে এটি ডিপসিক এবং চ্যাটজিপিটির চেয়ে ভাল।
চিনা সংস্থা ডিপসিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আলিবাবা লঞ্চ করেছে তাঁদের AI মডেল। আলিবাবার ক্লাউড ইউনিট তাদের অফিসিয়াল WeChat অ্যাকাউন্টে এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছে। সেই পোস্ট অনুসারে কোম্পানির দাবি তাদের AI মডেল GPT-4o (OpenAI), DeepSeek-V3 এবং Meta’s Llama-3.1-405B-এর মতো AI মডেলগুলির থেকে অনেক ভাল এবং কার্যকরী।
ইতিমধ্যেই অ্যাপল অ্যাপ স্টোরে জায়গা করে নিয়েছে ডিপসিক। অনান্য এআই মডেলের চেয়ে চিনা এআই-এর খরচ কম, তাই চাহিদাও তুঙ্গে। DeepSeek-V3 এর R1 মডেল প্রকাশ করেছে।
এর পরে, আলোড়ন ওঠে এআই-এর দুনিয়ায়। আমেরিকার বড় প্রযুক্তি সংস্থাগুলির স্টকে পড়ে যায়। ডিপসিক-আর ১ লঞ্চের দু’দিন পরে, টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সও তাদের AI মডেল আপডেট করা শুরু করেছে। বাইটড্যান্সের দাবি তাদের নতুন এআই মডেল মাইক্রোসফ্টের ওপেনএআই ০১ মডেলের চেয়ে ভাল পারফর্ম করবে।
এতসব দেখে ওয়াকিবহাল মহলের একাংশের মত কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায়, আমেরিকাকে মাত দিয়ে, বাজার দখল করতেই কোমর বেঁধে নেমেছে চিন। সেই যুদ্ধের শুরু হয়েছে ডিপসিকের লঞ্চের মাধ্যমেই। তারপর থেকেই একের পর এক নতুন এআই মডেল লঞ্চ শুরু করেছে চিনা সংস্থাগুলি।
চিনের বেজিং-ভিত্তিক স্টার্টআপ কোম্পানি মুনশট কিমি k১.৫, নতুন এআই-এর মডেল প্রকাশ করেছে।
আলিবাবা আপডেটেড AI মডেল ‘Qwen 2.5-Max’ লঞ্চ করেছে। যা আমেরিকার ওপেন এআই চ্যাটবটকে কড়া চ্যালেঞ্জর মুখে ফেলেছে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের।





