COVID Deaths: চিনে দৈনিক কোভিড মৃত্যু ৯ হাজার! দাবি ব্রিটিশ সংস্থার
China: অস্ট্রেলিয়ার সংবাদপত্রে এ সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, দৈনিক চিনে করোনাভাইরাসের জেরে মৃত্যু হচ্ছে প্রায় ৯ হাজার লোকের।
বেজিং: চিনে গত কয়েক সপ্তাহ ধরে মাত্রাছাড়া হয়েছে কোভিড সংক্রমণ। কোভিড অতিমারির শুরুর পর থেকেই সবথেকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে চিনে। কিন্তু আক্রান্ত এবং কোভিডে মৃতের সংখ্যা প্রকাশে চিনের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ ভূরি ভূরি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের বাড়বাড়ন্ত এবং নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা সংক্রান্ত তথ্য চেয়েছে বেজিংকে। এই পরিস্থিতির চিনের দৈনিক কোভিডে মৃত্যু নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের একটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করা সংস্থা। অস্ট্রেলিয়ার সংবাদপত্রে এ সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, দৈনিক চিনে করোনাভাইরাসের জেরে মৃত্যু হচ্ছে প্রায় ৯ হাজার লোকের। যদিও চিন এ সংক্রান্ত কোনও তথ্য এখনও সামনে আনেনি।
অস্ট্রেলিয়ার সংবাদপত্রের ওই প্রতিবেদনে উল্লেখিত হয়েছে, “ব্রিটিশ গবেষণা সংস্থা এয়ারফিনিটি জানিয়েছে চিনে সংক্রমণ সংখ্যা লাফিয়ে বৃদ্ধির সঙ্গে মৃতের সংখ্যাও বেড়েছে। গত বছর নবেম্বরে বেজিং কোভিড বিধি তুলে দেওয়ার পরই এই ঘটনা ঘটেছে। মৃত্যু সংখ্যাও সেখানে অতীতের তুলনায় বেশি।” ওই সংস্থা জানিয়েছে, চিনের বিভিন্ন প্রদেশ থেকে পাঠানো রিপোর্টে উল্লেখিত সংখ্যার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। তা জানাচ্ছে, গত ডিসেম্বরে চিনে এক লক্ষের বেশি মৃত্যু হয়েছে। ডিসেম্বরেই আক্রান্তের সংখ্যা অন্তত ১ কোটি ৮৬ লক্ষ। জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে এই আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ছাড়াতে পারে বলে আশঙ্কা। ২০২৩ সালের জানুয়ারি শুরুর আগে অবধি ৫ লক্ষ ৮৪ হাজার লোকের মৃত্যু চিনে হয়েছে কোভিড অতিমারির জেরে।
চিনের কোভিড পরিস্থিতি নিয়ে ধোঁয়াশার মধ্যে ভারত, আমেরিকা, ব্রিটেনের মতো একাধিক দেশ চিন থেকে আসা ব্যক্তিদের সে সব দেশে প্রবেশের ব্যাপারে কঠোর বিধি জারি করেছে। করোনা পরীক্ষা না করে চিনফেরতদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই তালিকায় এ বার কানাডা। কানাডা, মরক্কেোও চিন থেকে আসাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকা বাধ্যতামূলক করেছে।